মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গান নিয়ে আসছেন নুসরাত ফারিয়া

নুরুল ইসলাম =

আবারও নতুন গান নিয়ে আসছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত বছর ‘পটাকা’ গানে কণ্ঠ দিয়ে গায়িকা হওয়ারও চেষ্টা চালিয়েছেন তিনি। কিন্তু মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন এ নায়িকা।
ইউটিউবে গানটির ভিডিও প্রকাশের পর ডিজলাইকের বন্যা বয়ে যায়। পাশাপাশি হাস্যরসাত্মক নানা মন্তব্যে নুসরাত ফারিয়ার গায়িকা হওয়ার এই প্রচেষ্টাকে আক্রমণ করেন অনেকে। অনেক ঢাকঢোল পিটিয়েই গানটি প্রকাশ করা হয়।
গানটি নিয়ে ট্রলেরও শিকার হন ফারিয়া। এত কিছুর পরও আবার নতুন গান নিয়ে হাজির হবেন বলে জানিয়েছেন তিনি।
ফারিয়া বলেন, ‘নতুন বছরের শুরুর দিকেই দর্শক-শ্রোতাদের জন্য আমার গাওয়া নতুন গান ও ভিডিও নিয়ে আসব। গানটির সুর-সঙ্গীত ও ভিডিও নির্মাণ করবেন। এবারের গানটিতেও নাচ থাকবে।’ পাশাপাশি তিনি এটাও জানান ‘ফের বেলতলায় যেতে আমি প্রস্তুত’।
‘পটাকা’র সুর-সঙ্গীতায়োজন প্রীতম করলেও নতুন গানটি কে করছেন এখনই জানাতে নারাজ ফারিয়া। তিনি বলেন, এখনই বলতে চাইনা, এটা সারপ্রাইজ দিতে চাই! তবে গানের নাম ‘পটাকা ২’ থাকবে না। একেবারেই নতুন। তারুণ্য প্রধান গান হবে এটি। অনেক বড় ধামাকা হবে এই গানেও! তবে এখনই এর বেশি কিছু বলবো না। ডিসেম্বরে গান রিলিজের আগেই সবকিছু জানাবো।
উপস্থাপনা, অভিনয় কিংবা নাচ নয়, গায়কীতেও সমান পারদর্শী নুসরাত ফারিয়া। বর্তমানে তিনি বিহারের রাচিতে ‘ভয়’ ছবির শুটিং করছেন। ১৯ সেপ্টেম্বর থেকে তিনি সেখানে শুটিং করছেন। এরইমধ্যে ৩০ শতাংশ কাজ শেষ থ্রিলারধর্মী এই ছবিটির। ইকো এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘ভয়’ ছবিটি পরিচালনা করছেন রাজা চন্দ এবং ছবিতে নুসরাত ফারিয়ার নায়ক অঙ্কুশ হাজরা।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেবে: সালাহউদ্দিন

গান নিয়ে আসছেন নুসরাত ফারিয়া

প্রকাশের সময় : ০৭:৪০:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
নুরুল ইসলাম =

আবারও নতুন গান নিয়ে আসছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত বছর ‘পটাকা’ গানে কণ্ঠ দিয়ে গায়িকা হওয়ারও চেষ্টা চালিয়েছেন তিনি। কিন্তু মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন এ নায়িকা।
ইউটিউবে গানটির ভিডিও প্রকাশের পর ডিজলাইকের বন্যা বয়ে যায়। পাশাপাশি হাস্যরসাত্মক নানা মন্তব্যে নুসরাত ফারিয়ার গায়িকা হওয়ার এই প্রচেষ্টাকে আক্রমণ করেন অনেকে। অনেক ঢাকঢোল পিটিয়েই গানটি প্রকাশ করা হয়।
গানটি নিয়ে ট্রলেরও শিকার হন ফারিয়া। এত কিছুর পরও আবার নতুন গান নিয়ে হাজির হবেন বলে জানিয়েছেন তিনি।
ফারিয়া বলেন, ‘নতুন বছরের শুরুর দিকেই দর্শক-শ্রোতাদের জন্য আমার গাওয়া নতুন গান ও ভিডিও নিয়ে আসব। গানটির সুর-সঙ্গীত ও ভিডিও নির্মাণ করবেন। এবারের গানটিতেও নাচ থাকবে।’ পাশাপাশি তিনি এটাও জানান ‘ফের বেলতলায় যেতে আমি প্রস্তুত’।
‘পটাকা’র সুর-সঙ্গীতায়োজন প্রীতম করলেও নতুন গানটি কে করছেন এখনই জানাতে নারাজ ফারিয়া। তিনি বলেন, এখনই বলতে চাইনা, এটা সারপ্রাইজ দিতে চাই! তবে গানের নাম ‘পটাকা ২’ থাকবে না। একেবারেই নতুন। তারুণ্য প্রধান গান হবে এটি। অনেক বড় ধামাকা হবে এই গানেও! তবে এখনই এর বেশি কিছু বলবো না। ডিসেম্বরে গান রিলিজের আগেই সবকিছু জানাবো।
উপস্থাপনা, অভিনয় কিংবা নাচ নয়, গায়কীতেও সমান পারদর্শী নুসরাত ফারিয়া। বর্তমানে তিনি বিহারের রাচিতে ‘ভয়’ ছবির শুটিং করছেন। ১৯ সেপ্টেম্বর থেকে তিনি সেখানে শুটিং করছেন। এরইমধ্যে ৩০ শতাংশ কাজ শেষ থ্রিলারধর্মী এই ছবিটির। ইকো এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘ভয়’ ছবিটি পরিচালনা করছেন রাজা চন্দ এবং ছবিতে নুসরাত ফারিয়ার নায়ক অঙ্কুশ হাজরা।