মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শার্শার রুদ্রপুর সীমান্তে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

যশোরের শার্শার রুদ্র সীমান্ত থেকে এক কেজি ৯৮৫ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বারসহ মোনতাজ হোসেন (৪৫) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

আটক মোনতাজ হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত- দ্বীন মোহাম্মাদের ছেলে।

২১বিজিবি ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার লে: কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১১ টার দিকে শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে এক পাচারকারী সীমান্তের রুদ্রপুর এলাকায় পাকা রাস্তার ওপর অবস্থান করছে। এমন সংবাদে রুদ্রপুর ক্যাম্পের বিজিবির একটি অভিযানিক দল সেখানে (পাকা রাস্তার ওপর) অভিযান চালিয়ে এক স্বর্ন পাচারকারীকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ১৭ টি স্বর্ণের বার জব্দ করা হয়।

জব্দকৃত স্বর্ণের ওজন ১কেজি ৯৮৫ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

স্বর্ণসহ আটক আসামিকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে।

জনপ্রিয়

সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

শার্শার রুদ্রপুর সীমান্তে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

প্রকাশের সময় : ১২:০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২

যশোরের শার্শার রুদ্র সীমান্ত থেকে এক কেজি ৯৮৫ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বারসহ মোনতাজ হোসেন (৪৫) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

আটক মোনতাজ হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত- দ্বীন মোহাম্মাদের ছেলে।

২১বিজিবি ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার লে: কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১১ টার দিকে শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে এক পাচারকারী সীমান্তের রুদ্রপুর এলাকায় পাকা রাস্তার ওপর অবস্থান করছে। এমন সংবাদে রুদ্রপুর ক্যাম্পের বিজিবির একটি অভিযানিক দল সেখানে (পাকা রাস্তার ওপর) অভিযান চালিয়ে এক স্বর্ন পাচারকারীকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ১৭ টি স্বর্ণের বার জব্দ করা হয়।

জব্দকৃত স্বর্ণের ওজন ১কেজি ৯৮৫ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

স্বর্ণসহ আটক আসামিকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে।