
বাংলাদেশে শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ‘ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ বিষয়ক এক অভিনব উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ উদ্যোগের আওতায় ক্ষুদে ডাক্তারের ভূমিকায় দেখতে পাওয়া যাবে ১২ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থী বা ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের।
এ বিষয়ে জামালপুরের বকশীগঞ্জেও সাত দিনব্যাপী ক্ষুদে ডাক্তার কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার ২০ আগষ্ট দুপুরে বাট্টাজোড় নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে ক্ষুদে ডাক্তার কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহ কারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজুল হক, বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল, বাট্টাজোড় নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুনুর রশিদ সিদ্দিকি, বাট্টাজোড় নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোতালেব সরকার, সাংবাদিক এমদাদুল হক লালনসহ অত্র স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা।
আল মুজাহিদ বাবু বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 





































