
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারো হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ সোমবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে গুলশানের বাসা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে তাকে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে।
এর আগে, গত ২৪ জুন দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেন বিএনপি চেয়ারপারসন।
এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক সূত্রে জানা যায়, বর্তমানে তার খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। যেসকল পুরোনো রোগ রয়েছে, সেগুলো ওষুধ দিয়ে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এই মুহূর্তে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করার কোনো প্রয়োজন নেই।
নিজস্ব প্রতিবেদক 







































