
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের উদ্যোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুক্রবার (২৬ আগস্ট) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আবৃত্তি প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জবি উপাচার্য ড. ইমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ ড. কামালউদ্দীন আহমেদ এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চেয়ারম্যান ড. মহিউদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ব্যবস্থাপনা উপদেষ্টা মুহাম্মদ কামরুল ইসলাম জুয়েলের এবং সঞ্চালনা করেন অনন্যামা নাসুহা নুহিন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক আহকাম উল্লাহ এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের শিক্ষা ও প্রশিক্ষণ উপদেষ্টা কে এম সুজাউদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
বার্তা/এন
জবি সংবাদদাতা 







































