
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের সহযোগিতায় গঠিত যাকাত ও কল্যাণ তহবিলের উদ্যোগে ৬টি অনুষদের বিভিন্ন বিভাগে অধ্যায়নরত মোট ৮৮ জন দরিদ্র-অসহায় ও মেধাবী শিক্ষার্থীকে এক বছরের জন্য ৩ লাখ ২২ হাজার ৫০০ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের যাক-তহবিল কর্তৃক ষষ্ঠবারের মতো আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করেন।
জানা যায়, ৮৮ জন শিক্ষার্থীর মধ্যে তিনটি গ্রুপে বৃত্তি প্রদান করা হয়। এ গ্রুপে বৃত্তি পায় ১৭ জন শিক্ষার্থী। তারা প্রতিমাসে এক হাজার করে টাকা পাবে। বি গ্রুপে পায় ৩১ জন শিক্ষার্থী। তারা দুই হাজার টাকা করে দুইবার পাবে আর সি গ্রুপে পায় ৪২ জন শিক্ষার্থী। তারা এককালীন দুই হাজার টাকা পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন। জবির যাক-তহবিলের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাক-তহবিলের সভাপতি অধ্যাপক ড. মোঃ শওকত জাহাঙ্গীর এবং উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তফা হাসান বিশেষ আলোচনা করেন।
জবি সংবাদদাতা।। 







































