
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ,খ্রীষ্টান ঐক্য পরিষদ রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে শনিবার সকালে কেন্দ্রীয় মহাশ্মশান চত্ত্বরে নব-গঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময়, নব-গঠিত কমিটির সভাপতি সুজয় কুমার পালের সভাপতিত্বে বক্তৃতা করেন, হেড কোয়াটার্স র্যাব ফোর্সেসের পরিচালক এ্যাডিশনাল ডি.আই,জি, চৌধুরী মঞ্জুরুল কবির,উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান, সদর ইউপি চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, জঙ্গল ইউপি চেয়ারম্যান কল্লোল কুমার বসু কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি জগেশ চন্দ্র সমাদার, উপজেলা হিন্দু, বৌদ্ধ,খ্রীষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি অমিত কুমার সাহা, নিরুপম চৌধুরী শিবু প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
।। রাজবাড়ী প্রতিনিধি।। 






























