বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ৩৩ টি পূজামণ্ডপে সিসি ক্যামেরা বিতরণ

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে লক্ষ্মীপুর সদর উপজেলার ৩৩টি পূজামণ্ডপে সিসি ক্যামেরা বিতরণ করা হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে সিসি ক্যামেরাগুলো বিতরণ করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ সবাইকে আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অসাম্প্রদায়িক  দেশ।

আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সবাইকে সুন্দর পরিবেশে পূজা আয়োজন করার আহ্বান জানান তিনি। এছাড়া কোনো অশুভ শক্তি যেন এই আনন্দমুখর পরিবেশে বিঘ্ন ঘটাতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান জেলা প্রশাসক।

জনপ্রিয়

টাঙ্গাইলের শাড়ি পরে বড়দিন উদযাপন করলেন ব্রিটিশ হাইকমিশনার

লক্ষ্মীপুরে ৩৩ টি পূজামণ্ডপে সিসি ক্যামেরা বিতরণ

প্রকাশের সময় : ১১:০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে লক্ষ্মীপুর সদর উপজেলার ৩৩টি পূজামণ্ডপে সিসি ক্যামেরা বিতরণ করা হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে সিসি ক্যামেরাগুলো বিতরণ করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ সবাইকে আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অসাম্প্রদায়িক  দেশ।

আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সবাইকে সুন্দর পরিবেশে পূজা আয়োজন করার আহ্বান জানান তিনি। এছাড়া কোনো অশুভ শক্তি যেন এই আনন্দমুখর পরিবেশে বিঘ্ন ঘটাতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান জেলা প্রশাসক।