শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শীত মৌসুম সামনে উল্লাপাড়ায় লেপ তৈরিতে ব্যস্ত কারিগররা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শীত মৌসুমকে সামনে রেখে লেপ তৈরি কাজ শুরু হয়েছে। বিভিন্ন এলাকার বেডিং লেপ তোষকের দোকানের কারিগররা লেপ তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন।তৈরি করা লেপ দোকানে মজুত রাখছেন বলে জানা গেছে। আবার কোনো কোনো দোকানী তৈরি লেপ বেচতে হাটগুলোয় নিচ্ছেন।

উপজেলার পূর্ণিমাগাঁতীতে সড়কের পাশে এক বেডিং দোকানে গতকার শনিবার (১৫অক্টোবর) বিকেলে লেপ তৈরি করতে দেখা গেছে । কারিগর শুকুর আলী জানান গত সপ্তাহখানেক হলো শীত মৌসুম সামনে রেখে লেপ তৈরি করছেন। প্রতিদিন বেশ কটি করে লেপ তৈরি করছেন ৷ প্রায় পনেরো বছর হলো তিনি এ পেশায় আছেন।

দোকান মালিক দবির উদ্দীন তালুকদার বলেন লেপের ব্যবসা মাস দুয়েক সময়ের। গত সপ্তাহ খানেক সময়ের মধ্যে দিনে এক দুজন খদ্দের লেপ কিনতে কিংবা বানাতে দিতে আসছেন৷

বার্তাকণ্ঠ/এন

জনপ্রিয়

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, মির্জা ফখরুলের যে বার্তা

শীত মৌসুম সামনে উল্লাপাড়ায় লেপ তৈরিতে ব্যস্ত কারিগররা

প্রকাশের সময় : ০১:৪৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শীত মৌসুমকে সামনে রেখে লেপ তৈরি কাজ শুরু হয়েছে। বিভিন্ন এলাকার বেডিং লেপ তোষকের দোকানের কারিগররা লেপ তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন।তৈরি করা লেপ দোকানে মজুত রাখছেন বলে জানা গেছে। আবার কোনো কোনো দোকানী তৈরি লেপ বেচতে হাটগুলোয় নিচ্ছেন।

উপজেলার পূর্ণিমাগাঁতীতে সড়কের পাশে এক বেডিং দোকানে গতকার শনিবার (১৫অক্টোবর) বিকেলে লেপ তৈরি করতে দেখা গেছে । কারিগর শুকুর আলী জানান গত সপ্তাহখানেক হলো শীত মৌসুম সামনে রেখে লেপ তৈরি করছেন। প্রতিদিন বেশ কটি করে লেপ তৈরি করছেন ৷ প্রায় পনেরো বছর হলো তিনি এ পেশায় আছেন।

দোকান মালিক দবির উদ্দীন তালুকদার বলেন লেপের ব্যবসা মাস দুয়েক সময়ের। গত সপ্তাহ খানেক সময়ের মধ্যে দিনে এক দুজন খদ্দের লেপ কিনতে কিংবা বানাতে দিতে আসছেন৷

বার্তাকণ্ঠ/এন