শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইবিতে মনের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মনের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে এই কর্মশালার আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয় অর্থনীতি ক্লাব।

সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মার সভাপতিত্বে ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মিথিলা তানজিলের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ।

এছাড়াও কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রশান্তির মেডিটেশন প্রশিক্ষক ও প্রতিষ্ঠাতা সায়মা সাফীজ সুমী, মনোবিজ্ঞানী ও মনোসামাজিক কাউন্সিলর রাজিয়া সুলতানা রীমা এবং সাইকোথেরাপিস্ট মো. শরিফুল ইসলাম।

কর্মশালায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, বর্তমান যুবসমাজের মধ্যে হতাশা বেড়ে গেছে। এর থেকে তারা নানা রকম অনাকাক্সিক্ষত সিদ্ধান্ত নেয় যা পরিবার ও সমাজের জন্য ক্ষতি বয়ে আনে।

তিনি বলেন, পজিটিভ থিংকিং করলে একটি ছাত্রছাত্রী কখনই ডিপ্রেশনে ভুগতে পারে না। তাই শিক্ষার্থীদের মধ্যে পজিটিভ থিংকিং তৈরি করতে এরকম কর্মশালা বিশ্ববিদ্যালয়ে ঘন ঘন হওয়া উচিত।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অনেক বেড়ে গেছে। শারীরিক সুস্থতা নিশ্চিতের পাশাপাশি আমাদেরকে মানসিক স্বাস্থ্যের ব্যাপারেও মনোযোগী হতে হবে। এক্ষেত্রে সফলতা ছিনিয়ে আনতে জ্ঞানার্জন, মোটিভেশন, দৃষ্টিভঙ্গি ও অনুশীলন অত্যাবশ্যক।

বার্তাকণ্ঠ/এন

জনপ্রিয়

সংসদ ভেঙে দিলেন জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাচি

ইবিতে মনের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

প্রকাশের সময় : ০৯:৪৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মনের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে এই কর্মশালার আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয় অর্থনীতি ক্লাব।

সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মার সভাপতিত্বে ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মিথিলা তানজিলের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ।

এছাড়াও কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রশান্তির মেডিটেশন প্রশিক্ষক ও প্রতিষ্ঠাতা সায়মা সাফীজ সুমী, মনোবিজ্ঞানী ও মনোসামাজিক কাউন্সিলর রাজিয়া সুলতানা রীমা এবং সাইকোথেরাপিস্ট মো. শরিফুল ইসলাম।

কর্মশালায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, বর্তমান যুবসমাজের মধ্যে হতাশা বেড়ে গেছে। এর থেকে তারা নানা রকম অনাকাক্সিক্ষত সিদ্ধান্ত নেয় যা পরিবার ও সমাজের জন্য ক্ষতি বয়ে আনে।

তিনি বলেন, পজিটিভ থিংকিং করলে একটি ছাত্রছাত্রী কখনই ডিপ্রেশনে ভুগতে পারে না। তাই শিক্ষার্থীদের মধ্যে পজিটিভ থিংকিং তৈরি করতে এরকম কর্মশালা বিশ্ববিদ্যালয়ে ঘন ঘন হওয়া উচিত।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অনেক বেড়ে গেছে। শারীরিক সুস্থতা নিশ্চিতের পাশাপাশি আমাদেরকে মানসিক স্বাস্থ্যের ব্যাপারেও মনোযোগী হতে হবে। এক্ষেত্রে সফলতা ছিনিয়ে আনতে জ্ঞানার্জন, মোটিভেশন, দৃষ্টিভঙ্গি ও অনুশীলন অত্যাবশ্যক।

বার্তাকণ্ঠ/এন