
বাগেরহাটের শরণখোলায় পানিতে ডুবে তাওহীদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) দুপুর ২ টার দিকে ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু তাওহীদ ওই গ্রামের শামীম খানের ছেলে।
শিশুর বাবা মোঃ শামীম খান বলেন, দুপুরের দিকে ঘন্টা দুয়েক সময় ধরে তাওহিদকে খুজে পাওয়া যাচ্ছিলোনা। সবাই মিলে খোঁজাখুঁজির পর বাড়ির পুকুরে তাকে ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরী বিভাগের চিকিৎসক তাওহিদুল ইসলাম বলেন, পানিতে ডুবে যাওয়া এক শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তার স্বজনরা। পরীক্ষা- নিরীক্ষা করে তাকে মৃত দেখতে পাওয়া যায়। দীর্ঘ সময় পানিতে ডুবে থাকায় সেখানেই মৃত্যু হয়।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, পানিতে পড়ে শিশু মৃত্যুর খবর জেনেছি।
হাসপাতাল থেকে শিশুটির মরদেহ গ্রহণ করেছেন তার অভিভাবকরা।
বার্তাকণ্ঠ/এন
শরণখোলা(বাগেরহাট) প্রতিনিধি 







































