
‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যে জয়পুরহাটের ক্ষেতলালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ (অক্টোবর) শনিবার বেলা ১১ টায় র্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠেয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক, উপজেলা ভেটেরিনারি সার্জন সাগরিকা কার্জ্জী, বীর মুক্তযোদ্ধা মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক মোত্তালেব হোসেন, পৌর প্যানেল মেয়র জিল্লুর রহমান, উপজেলা হিসাব কর্মকর্তা রিপন আহমেদ, ভোরের কাগজের প্রতিনিধি সাংবাদিক আখতারুজ্জামান তালুকদার প্রমুখ।
বার্তাকণ্ঠ/এন
জয়পুরহাট প্রতিনিধি 







































