
সংখ্যালঘু জনগোষ্ঠির অধিকার ও স্বার্থ রক্ষায় বাংলাদেশ আওয়ামী লীগের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূূজা উদযাপন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখা সকাল সন্ধ্যা গণঅনশন কর্মসূচি পালন করছে । শনিবার (২২ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই গণঅনশন কর্মসূচি শুরু হয়।
এ সময় হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লক্ষ্মীপুর জেলা সভাপতি এডঃ রতন লাল ভৌমিক সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এডঃ জহর লাল ভৌমিক, এডঃশৈবাল কান্তি সাহা, গৌতম মজুমদার, পূজা উদযাপন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ,যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এডঃ প্রিয় লাল নাথ, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজবিজয় চক্রবর্তী সাধারণ সম্পাদক জুটন কুরী, যুব ঐক্য পরিষদের সহ সভাপতি জনি সাহা , জেলা মহিলা ঐক্য পরিষদের সভাপতি বনশ্রী পাল সম্পাদক ভানু নাগ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা গণ অনশনে অংশ নেয়। এছাড়া গণঅনশনে লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহউদ্দিন টিপু, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক সংগঠনের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।
বক্তারা অতিদ্রুত সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, বৈষম্য বিলোপ আইন প্রনয়ন, দেবোত্তর সম্পত্তি আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন ও সমতলের আদিবাসিদের জন্য পৃথক ভূমি কমিশন করার দাবি জানান।
জনি সাহা, লক্ষ্মীপুর প্রতিনিধি 







































