রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাহিত্য-সংস্কৃতিজনগণ চাইলেই দুর্নীতি বন্ধ হতে পারে

সাহিত্য-সংস্কৃতিজনগণ চাইলেই দুর্নীতি বন্ধ হতে পারে। আর একারণে নীতির রাজনীতিতে তাদের সম্পৃক্ত হওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সাংস্কৃতিকধারার নেতৃবৃন্দ। রবিবার (৩০ অক্টোবর) বিশেষভাবে অনুষ্ঠিত সাউন্ডবাংলা-পল্টনড্ডা-১১৯-এ তারা উপরোক্ত কথা বলেন। কবি আলতাফ হোসেন রায়হানের সভাপতিত্বে এতে লেখা পাঠ করেন কথাশিল্পী শান্তা ফারজানা, কবি বশির উদ্দিন, কবি ওয়াজেদ রানা, মোমিন মেহেদী, কবি বিমল সাহা প্রমুখ। এতে সঙ্গীত পরিবেশনে অংশ নেন নিপা আহমেদ, বশির উদ্দিন এবং বিমল সাহা।

সাংস্কৃতিকধারা ও সাউন্ডবাংলার উদ্যেগে নিয়মিত প্রকাশনা স্বপ্নালোক-এ পঠিত লেখাগুলো প্রকাশিত হবে। পাশাপাশি সর্বস্তরের লেখক-কবিগন লেখা পাঠাতে পারেন- সুতুনি ফ্রন্টে সড়সরহসধযধফর@মসধরষ.পড়স. জাতীয় সাংস্কৃতিকধারা’র আগামী পল্টনাড্ডা ১২০, ১৮ নভেম্বর ৩৩ তোপখানা রোডস্থ সাউন্ডবাংলা কার্যালয়ে অনুষ্ঠিত হবে, এতে অংশগ্রহণকারী প্রত্যেক লেখককে নির্ধারিত সদস্য ফরমপূরণপূর্বক ৫০০ টাকার বই উপহার প্রদান করা হবে।

বার্তাকণ্ঠ/এন
জনপ্রিয়

শিল্পা শেঠির আপত্তিকর ছবি-ভিডিও ভাইরাল, নিলেন বড় পদক্ষেপ

সাহিত্য-সংস্কৃতিজনগণ চাইলেই দুর্নীতি বন্ধ হতে পারে

প্রকাশের সময় : ১০:৩২:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
সাহিত্য-সংস্কৃতিজনগণ চাইলেই দুর্নীতি বন্ধ হতে পারে। আর একারণে নীতির রাজনীতিতে তাদের সম্পৃক্ত হওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সাংস্কৃতিকধারার নেতৃবৃন্দ। রবিবার (৩০ অক্টোবর) বিশেষভাবে অনুষ্ঠিত সাউন্ডবাংলা-পল্টনড্ডা-১১৯-এ তারা উপরোক্ত কথা বলেন। কবি আলতাফ হোসেন রায়হানের সভাপতিত্বে এতে লেখা পাঠ করেন কথাশিল্পী শান্তা ফারজানা, কবি বশির উদ্দিন, কবি ওয়াজেদ রানা, মোমিন মেহেদী, কবি বিমল সাহা প্রমুখ। এতে সঙ্গীত পরিবেশনে অংশ নেন নিপা আহমেদ, বশির উদ্দিন এবং বিমল সাহা।

সাংস্কৃতিকধারা ও সাউন্ডবাংলার উদ্যেগে নিয়মিত প্রকাশনা স্বপ্নালোক-এ পঠিত লেখাগুলো প্রকাশিত হবে। পাশাপাশি সর্বস্তরের লেখক-কবিগন লেখা পাঠাতে পারেন- সুতুনি ফ্রন্টে সড়সরহসধযধফর@মসধরষ.পড়স. জাতীয় সাংস্কৃতিকধারা’র আগামী পল্টনাড্ডা ১২০, ১৮ নভেম্বর ৩৩ তোপখানা রোডস্থ সাউন্ডবাংলা কার্যালয়ে অনুষ্ঠিত হবে, এতে অংশগ্রহণকারী প্রত্যেক লেখককে নির্ধারিত সদস্য ফরমপূরণপূর্বক ৫০০ টাকার বই উপহার প্রদান করা হবে।

বার্তাকণ্ঠ/এন