
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক দু’গ্রামে দুই শিশু ধর্ষণের ঘটনায় আজ সোমবার (৩১ অক্টোবর) দু’জনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ সদস্যরা।
গ্রেপ্তার দু’জন হলো – তারিকুল ইসলাম ( ১৯) , রাজু আহমেদ (২৮)।
মডেল থানা সুত্রে, উপজেলার বড়হর ইউনিয়নের বড়হর দক্ষিণপাড়া গ্রামের প্রায় সাত বছর বয়সী এক নারী শিশুকে আজ সোমবার সকালে ছাইদুল ইসলামের মাঠের ঘাস জমিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। একই গ্রামের মোঃ মান্নানের ছেলে তারিকুল ইসলাম ধর্ষণ করেছে। ঘটনার পর পরই থানায় অভিযোগ করা হয়েছে । মডেল থানা পুলিশ অভিযোগ পেয়ে ধর্ষককে গ্রেপ্তার ও ধর্ষিতাকে থানায় এনেছে।
অপরদিকে সদর উল্লাপাড়া ইউনিয়নের বাখুয়া গ্রামের প্রায় দশ বছর বয়সী ফুপু শাশুড়ী সম্পর্কের এক নারী শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেছে প্রায় আঠাশ বছর বয়সী রাজু আহমেদ। সে রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাসী গ্রামের শামসুল ইসলামের ছেলে। জানা গেছে ধর্ষক শশুরবাড়ীতে বেড়াতে এসে গতকাল রবিবার (৩০ অক্টোবর) সন্ধ্যার পর স্ত্রীর ফুপু সম্পর্কের শিশুটিকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে অভিযোগ করা হয়েছে।
এবিষয়ে ধর্ষিতার পিতা বাদী হয়ে থানায় মামলা করেছে। মডেল থানা পুলিশ ধর্ষক রাজুকে গ্রেপ্তার করেছে।
মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম তথ্য নিশ্চিত করে বলেন ধর্ষিতা দু’জনকে ডাক্তারী পরীক্ষাএবং আসামী দু’জনকে আদালতে চালান দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বার্তাকণ্ঠ/এন
সাহারুল হক সাচ্চু , উল্লাপাড়া ( সিরাজগঞ্জ ) প্রতিনিধি 







































