
প্রফেসর জিন্নাত আলী :=
টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ স্কোর সংগ্রহ করেও পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১৫ রানে হেরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের সিরিজ নিজেদের করল পাকিস্তানের মেয়েরা।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান আগে ব্যাট করে ১৬৭ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে বাংলাদেশ। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫১ রান ছিল বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস।
টস হেরে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে তোলে ৩৫ রান। সিদরা আমিন ১৯ রানে ফিরলেও থেকে যান জাভেরিয়া খান। ৪৪ বলে ৫২ করেন তিনি। তিন নম্বরে নামা বিসমাহ মারুফ ৭০ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন জাহানারা আলম। আরেকটি উইকেট ফেলেন লতা মণ্ডল।
বড় টার্গেট তাড়া করতে নেমে ২৫ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। তিন নম্বরে নামা সানজিদা ইসলাম ৩২ বলে ৪৫ রানের ইনিংস খেলে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। শেষ দিকে নিগার সুলতানা ২১ এবং ফারজানা হক ৩০ রানের ইনিংস খেললেও জয় এনে দিতে ব্যর্থ হন।
নিজস্ব সংবাদদাতা 







































