
দেশের সর্ববৃহৎ পোশাক শিল্প সংগঠন কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে তৃতীয়বারে মতো কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় মানবাধিকার সংস্থা সিপিআরএস কেরানীগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা শেখ কাওসার-কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২রা নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার গোলাম বাজার এলাকায় মানবাধিকার সংস্থা সিপিআরএস উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।
এতে মানবাধিকার সংস্থা কেরানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাজি মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থা সিপিআরএস’র চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রাসেদ উদ্দিন।
এসময় মানবাধিকার সংস্থা সিপিআরএস কেরানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহিন আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ফরহাদ চৌধুরী।
এছাড়াও দক্ষিণ কেরানীগঞ্জ থানা মৎস্যজীবী লীগের সভাপতি শাহজাহান মৃধা, মানবাধিকার সংস্থা সিপিআরএস কেরানীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি রাজন প্রধান ও বনি আমিন, যুগ্ম সম্পাদক আবুল আলেম মোল্লা রানা, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার, শ্রী ময়না সরকার ও মামুন হোসেন সহ মানবাধিকার সংস্থা সিপিআরএস কেরানীগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাকণ্ঠ/এন
সোহাগ খান, স্টাফ রিপোর্টার 







































