
জয়পুরহাটের ক্ষেতলালে চারটি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরিক্ষা/২০২২ অনুষ্ঠিত হয়েছে। এবছরের পরীক্ষায় ৪টি কেন্দ্রে মোট ৮২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। প্রথমদিনেই অনুপস্থিত ২৯ জন।
জানা গেছে, ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ৩২৫, সরকারি সাঈদ আলতাফুন্নেছা কলেজ কেন্দ্রে ২৮৩, ক্ষেতলাল খোশবদন জি ইউ আলিম মাদ্রাসা কেন্দ্রে ১০৩ ও ক্ষেতলাল টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্রে ১১৫ জন ছাত্র/ছাত্রী সাধারণ, মাদরাসা ও কারিগরী শিক্ষা মিলিয়ে দুই জন প্রতিবন্ধীসহ ৮শত ২৬ জন পরিক্ষার্থী অংশগ্রহন করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, এ বছরের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে উপজেলার প্রত্যেকটি কেন্দ্রে সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বার্তাকণ্ঠ/এন
জয়পুরহাট প্রতিনিধি 







































