
বাগেরহাটে ২১ কেজি হরিণের মাংসসহ সুন্দরবনের আঃ সাত্তার ওরফে তায়েব আলী সানা (৬১) নামে এক পেশাদার চোরা শিকারীকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম।
সোমবার (৭ নভেম্বর) বেলা ১২ টার দিকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকার বাসিন্দা।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান- গোয়েন্দা পুলিশের একটি টিম আজ সোমবার ১২ টার দিকে অভিযান চালিয়ে বাগেরহাট পৌরসভার খারদ্বার এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার কাছে থাকা একটি সাদা রংয়ের প্লাষ্টিকের ব্যাগের মধ্যে রাখা ২১ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। পরে তিনি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন দীর্ঘদিন যাবত সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকার করে দেশের বিভিন্ন জায়গায় মাংস বিক্রি করে আসছিলেন।
আটককৃত ব্যক্তির নামে বন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বার্তাকণ্ঠ/এন
সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি 







































