মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যৌন নিপীড়ন মামলায় সংগীত শিক্ষককে ৮ বছরের কারাদণ্ড

ছবিঃ সংগৃহীত

রাঙামাটির আসামবস্তি এলাকায় সংগীত শিক্ষার সুযোগে ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় শিক্ষক রণজিত পাটোয়ারীকে আট বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছের আদালত।

বৃহস্পতিবার (১ ‍ডিসেম্বর) দুপুরে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৬ মার্চ থেকে ভিকটিম আসামির ভাড়া বাসায় গান শিখতে গেলে প্রায় এক বছর বিভিন্ন অজুহাতে যৌন নিপীড়নের চেষ্টা করেন ওই শিক্ষক। পরে ২০২১ সালের ১০ মার্চ সকালে ভিকটিমের সঙ্গে অশালীন আচরণ করলে পুরো ঘটনা স্থানীয়দের জানানোর পাশাপাশি ওই দিনই রাঙামাটির কোতোয়ালি থানায় মামলা করে পরিবার। রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।

আদালতে শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ১০ ধারায় আট বছরের সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দু-বছর কারাদণ্ড দেয়া হয়। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সাইফুল ইসলাম অভি বলেন, ‘একজন গৃহশিক্ষকের কাছে যদি তার ছাত্রী নিরাপদ না থাকে, তাহলে বাবা-মা কোন ভরসায়, কীভাবে তাদের কাছে পড়ানোর জন্য দেবে। এই রায়ে আমরা খুশি। এর ফলে সমাজে এমন অপরাধ কমে আসবে।’

জনপ্রিয়

সিরাজগঞ্জ সিজেডএমের উদ্যোগে ৬০০ হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের কৈজুরি পাথালিয়াপাড়া এলাকায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর জীবিকা উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ৬০০ হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈজুরি বাজার জামে মসজিদের ইমাম ও কৈজুরি মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন একই মাদ্রাসার শিক্ষক আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেডএমের জীবিকা উন্নয়ন কেন্দ্র, শাহজাদপুর উপজেলা শাখার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. ইসমাইল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন একাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার হাফিজুর রহমান, ফিল্ড অফিসার মো. শহিদুল ইসলামসহ জীবিকা উন্নয়ন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র পেয়ে উপকারভোগী নারী ও পুরুষরা সন্তোষ প্রকাশ করেন এবং শীত মৌসুমে এ সহায়তাকে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

যৌন নিপীড়ন মামলায় সংগীত শিক্ষককে ৮ বছরের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৫:১৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২

রাঙামাটির আসামবস্তি এলাকায় সংগীত শিক্ষার সুযোগে ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় শিক্ষক রণজিত পাটোয়ারীকে আট বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছের আদালত।

বৃহস্পতিবার (১ ‍ডিসেম্বর) দুপুরে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৬ মার্চ থেকে ভিকটিম আসামির ভাড়া বাসায় গান শিখতে গেলে প্রায় এক বছর বিভিন্ন অজুহাতে যৌন নিপীড়নের চেষ্টা করেন ওই শিক্ষক। পরে ২০২১ সালের ১০ মার্চ সকালে ভিকটিমের সঙ্গে অশালীন আচরণ করলে পুরো ঘটনা স্থানীয়দের জানানোর পাশাপাশি ওই দিনই রাঙামাটির কোতোয়ালি থানায় মামলা করে পরিবার। রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।

আদালতে শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ১০ ধারায় আট বছরের সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দু-বছর কারাদণ্ড দেয়া হয়। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সাইফুল ইসলাম অভি বলেন, ‘একজন গৃহশিক্ষকের কাছে যদি তার ছাত্রী নিরাপদ না থাকে, তাহলে বাবা-মা কোন ভরসায়, কীভাবে তাদের কাছে পড়ানোর জন্য দেবে। এই রায়ে আমরা খুশি। এর ফলে সমাজে এমন অপরাধ কমে আসবে।’