বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জব্দকৃত রাশিয়ার অর্থ ইউক্রেনকে ফেরত দিতে বলেছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার অর্থ জব্দ করে ইউক্রেনকে সাহায্য শুরু করার জন্য যুক্তরাষ্ট্রকে অনুমোদন দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড।

তিনি গত শুক্রবার (৩ জানুয়ারি) ওই অনুমোদন দেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো।

প্রতিবেশী দেশ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রায় এক বছর পর ওয়াশিংটনে গারল্যান্ড ও ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কোস্টিনের মধ্যে বৈঠক চলাকালে এমন ঘোষণা এল।

সিএনএন জানিয়েছে গারল্যান্ড বলেছেন, ‘আজ আমি ঘোষণা করছি যে, ইউক্রেনে কাজে লাগানোর জন্য বাজেয়াপ্ত করা রাশিয়ার সম্পদ এই প্রথমবারের মতো স্থানান্তর করার অনুমোদন দিয়েছি।’

তিনি আরও বলেন, এ অর্থ আসবে গত এপ্রিল মাসে নিষেধাজ্ঞা ফাঁকির অভিযোগে অভিযুক্ত হওয়া রাশিয়ার অলিগার্চ কনস্ট্যন্টিন মালোয়েভের বাজেয়াপ্ত করা সম্পদ থেকে।

গারল্যান্ডের বরাত দিয়ে ওই খবরে আরও বলা হয়, ইউক্রেনের জনগণকে সহায়তা করার জন্য এ অর্থ স্টেট ডিপার্টমেন্টে যাবে।

কোস্টিন এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এমন পদক্ষেপ নেওয়ায় বাজেয়াপ্ত ৫৪ লাখ ডলার মূল্যের সম্পদ ইউক্রেন পুনর্গঠনে কাজে লাগানো হবে।

কোস্টিন জানান, তিনি রাশিয়ানদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার নতুন আইন দেখে আনন্দিত। বৈঠকের সময় নিজের ও গারল্যান্ডের একটি ছবিও টুইটারে পোস্ট করেন তিনি।

জনপ্রিয়

বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়, পেছনের দরজা দিয়ে নয়: ডা. শাহাদাত 

জব্দকৃত রাশিয়ার অর্থ ইউক্রেনকে ফেরত দিতে বলেছে যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ০৩:২৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩

রাশিয়ার অর্থ জব্দ করে ইউক্রেনকে সাহায্য শুরু করার জন্য যুক্তরাষ্ট্রকে অনুমোদন দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড।

তিনি গত শুক্রবার (৩ জানুয়ারি) ওই অনুমোদন দেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো।

প্রতিবেশী দেশ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রায় এক বছর পর ওয়াশিংটনে গারল্যান্ড ও ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কোস্টিনের মধ্যে বৈঠক চলাকালে এমন ঘোষণা এল।

সিএনএন জানিয়েছে গারল্যান্ড বলেছেন, ‘আজ আমি ঘোষণা করছি যে, ইউক্রেনে কাজে লাগানোর জন্য বাজেয়াপ্ত করা রাশিয়ার সম্পদ এই প্রথমবারের মতো স্থানান্তর করার অনুমোদন দিয়েছি।’

তিনি আরও বলেন, এ অর্থ আসবে গত এপ্রিল মাসে নিষেধাজ্ঞা ফাঁকির অভিযোগে অভিযুক্ত হওয়া রাশিয়ার অলিগার্চ কনস্ট্যন্টিন মালোয়েভের বাজেয়াপ্ত করা সম্পদ থেকে।

গারল্যান্ডের বরাত দিয়ে ওই খবরে আরও বলা হয়, ইউক্রেনের জনগণকে সহায়তা করার জন্য এ অর্থ স্টেট ডিপার্টমেন্টে যাবে।

কোস্টিন এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এমন পদক্ষেপ নেওয়ায় বাজেয়াপ্ত ৫৪ লাখ ডলার মূল্যের সম্পদ ইউক্রেন পুনর্গঠনে কাজে লাগানো হবে।

কোস্টিন জানান, তিনি রাশিয়ানদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার নতুন আইন দেখে আনন্দিত। বৈঠকের সময় নিজের ও গারল্যান্ডের একটি ছবিও টুইটারে পোস্ট করেন তিনি।