শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ৯ ট্রাক ভারতীয় পান পাতা আটক করেছে বিজিবি

মনিরুল আলম  মিশর :=  যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকা থেকে  ৯ ট্রাক ভারতীয় পানপাতা আটক  করেছে বিজিবি সদস্যরা।  বুধবার রাতে ৫৮ টন ভারতীয় পানপাতা সহ ৯টি ট্রাক আটক করেছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন’র অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা পিএসসি জানান, ভারত থেকে ‍বিপুল পরিমান পান পাতা পাচার হয়ে ভারতে যাচ্ছে  এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা নতুন হাট এলাকায় অভিযান চালিয়ে পান বোঝাই ৯ ট্রাক আটক  করে। ট্রাকসহ আটককৃত পানপাতার মূল্য ৩ কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকা বলে বিজিবি জানায়। ট্রাক সহ পানপাতা যশোর বিভাগীয় শুল্ক গোডাউনে জমা দেয়া হয়েছে।  এ ঘটনায় একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোরে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

যশোরে ৯ ট্রাক ভারতীয় পান পাতা আটক করেছে বিজিবি

প্রকাশের সময় : ০৭:২৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯

মনিরুল আলম  মিশর :=  যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকা থেকে  ৯ ট্রাক ভারতীয় পানপাতা আটক  করেছে বিজিবি সদস্যরা।  বুধবার রাতে ৫৮ টন ভারতীয় পানপাতা সহ ৯টি ট্রাক আটক করেছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন’র অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা পিএসসি জানান, ভারত থেকে ‍বিপুল পরিমান পান পাতা পাচার হয়ে ভারতে যাচ্ছে  এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা নতুন হাট এলাকায় অভিযান চালিয়ে পান বোঝাই ৯ ট্রাক আটক  করে। ট্রাকসহ আটককৃত পানপাতার মূল্য ৩ কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকা বলে বিজিবি জানায়। ট্রাক সহ পানপাতা যশোর বিভাগীয় শুল্ক গোডাউনে জমা দেয়া হয়েছে।  এ ঘটনায় একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।