
নান্দাইলের পার্শ্ববর্তী সংলগ্ন তাড়াইলে গতকাল (শনিবার) রাত সাড়ে ৯:টায় দিকে এনায়েত সুপার মার্কেটের একটি ইলেকট্রনিক দোকানের আইপিএস এর ব্যাটারী ব্লাস্ট হয়ে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ধারণা করা হয়।
তাড়াইল উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একটি ইলেকট্রনিক দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুনের সূত্রপাতের ঘটনা ঘটে। মুহুর্তে মধ্যে আগুন আশপাশ দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের তাড়াইল, করিমগঞ্জ, নান্দাইল, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ-সহ ৫টি ইউনিট টানা ২ঘন্টা এক সঙ্গে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ইতিমধ্যে ২৮ থেকে ২৯ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান, তাড়াইল উপজেলা ফায়ার সার্ভিস। তবে প্রাথমিক ভাবে ব্যবসায়ীদের ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তৌহিদুল ইসলাম সরকার 







































