মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কোটা পূরণ না হওয়ায় হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১১:৩৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
  • ১৪১

কোটা পূরণ না হওয়ায় হজযাত্রী নিবন্ধনের সময় রবিবার পর্যন্ত বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার (৫ এপ্রিল) হজযাত্রী নিবন্ধনের সময় শেষ হলেও কোটা পূরণ না হওয়ায় রবিবার (৯ এপ্রিল) পর্যন্ত নিবন্ধন করা যাবে। এরপর হজযাত্রী নিবন্ধন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। কিন্তু হজে যেতে এখনো পর্যন্ত সরকারি-বেসরকারিভাবে নিবন্ধন করেছেন এক লাখ ১৯ হাজার ১৯৮ জন। সে হিসাবে কোটা পূরণ হতে আরো আট হাজার জনকে নিবন্ধন করতে হবে।

মতিউল ইসলাম বলেন, এখনো কোটার আট হাজার ফাঁকা থাকলেও সরকারি-বেসরকারি তিন হাজারের বেশি হজ গাইডকে সৌদি আরবে পাঠাতে হবে। তাদের জন্য কিছু কোটা সংরক্ষণ করা আছে। ফলে এখনো পর্যন্ত সব মিলিয়ে চার হাজার কোটা ফাঁকা থাকতে পারে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ হবে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ছয় লাখ ৭১ হাজার ২৯০ টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে ছয় লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা লাগবে।

জনপ্রিয়

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোরে দোয়া মাহফিল

কোটা পূরণ না হওয়ায় হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো

প্রকাশের সময় : ১১:৩৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩

কোটা পূরণ না হওয়ায় হজযাত্রী নিবন্ধনের সময় রবিবার পর্যন্ত বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার (৫ এপ্রিল) হজযাত্রী নিবন্ধনের সময় শেষ হলেও কোটা পূরণ না হওয়ায় রবিবার (৯ এপ্রিল) পর্যন্ত নিবন্ধন করা যাবে। এরপর হজযাত্রী নিবন্ধন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। কিন্তু হজে যেতে এখনো পর্যন্ত সরকারি-বেসরকারিভাবে নিবন্ধন করেছেন এক লাখ ১৯ হাজার ১৯৮ জন। সে হিসাবে কোটা পূরণ হতে আরো আট হাজার জনকে নিবন্ধন করতে হবে।

মতিউল ইসলাম বলেন, এখনো কোটার আট হাজার ফাঁকা থাকলেও সরকারি-বেসরকারি তিন হাজারের বেশি হজ গাইডকে সৌদি আরবে পাঠাতে হবে। তাদের জন্য কিছু কোটা সংরক্ষণ করা আছে। ফলে এখনো পর্যন্ত সব মিলিয়ে চার হাজার কোটা ফাঁকা থাকতে পারে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ হবে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ছয় লাখ ৭১ হাজার ২৯০ টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে ছয় লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা লাগবে।