
আগামী ১ লা সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর সফল করার লক্ষ্যে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার নুরজাহান কমিউনিটি সেন্টারে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য শওকত আলী নূরের সভাপতিত্বে ও উত্তর জেলা ছাত্রদলের সি: সহ-সভাপতি ভিপি আনছুর উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক মো. মহসিন।
বিশেষ অতিথি ছিলেন, মো. জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, এ্যাড. কামাল উদ্দীন, মো. হেলাল উদ্দিন শাহ, হোসেন চেয়ারম্যান, ইউসুপ চৌধুরী,ওয়াকিল আহমদ, হাজি ইলিয়াছ শিকদার।
এসময় মো. মসিউদ্দোল্লা, খোরশেদ আলম, সিরাজুল ইসলাম, একতিয়ার হোসেন, শাহিনুর বেগম শানু, কে কে জসিম উদ্দিন চৌধুরী, শাহেদ কামাল, জাহেদ চৌধুরী, দিদারুল আলম জসিম চেয়ারম্যান, কামাল উদ্দীন মেম্বার, নুর উদ্দিন, নাজিম উদ্দিন চেয়ারম্যান রুপা আক্তার, গফুর আহমদ, মাসুদুর হক চৌধুরী, ইমাম উদ্দিন চৌধুরী, পেয়ারা চেয়ারম্যান, জামশেদ মেম্বার, নুরুল ইসলাম মেম্বার, সৈয়দ নূর, মাসুদুর হক চৌধুরী, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আবু বক্কর, সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, দিদারুল আলম, ফারুক, তোহাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল আয়োজনে সকল নেতাকর্মীর সর্বাঙ্গীন সহযোগিতা করার আহবান জানান।
এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো 







































