শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যেসব জিনিস একসঙ্গে ফ্রিজে রাখা উচিত নয়

নুরুজ্জামান লিটন ।। 

বাজার থেকে শাকসবজি-ফলফলাদি কিনে এনেই একসঙ্গে ফ্রিজে ভরে রাখেন অনেকে। কিন্তু সবকিছু একসঙ্গে রাখতে গেলে বাঁধতে পারে বিপত্তি। নানা ধরনের গ্যাস উৎপন্ন করে স্বাস্থ্যের জন্য ক্ষতি ডেকে আনে।

টাইমস অব ইন্ডিয়া এ নিয়ে প্রকাশ করে একটি প্রতিবেদন। আসুন জেনে নিই, কোন কোন জিনিস একসঙ্গে ফ্রিজে রাখতে নেই।

শসা : অন্য কোনো কিছুর সঙ্গে শসা রাখা ঠিক নয়। তরমুজ, কলা বা টমেটোর সঙ্গে শসা রাখলে এক ধরনের এনথেলিন গ্যাস সৃষ্টি হয়। যা সহজে সবজি নষ্ট করে দিতে পারে। তাই শসা বরং ছোট একটি পাত্রে আলাদা করে ফ্রিজে রাখুন।

কুমড়া ও আপেল : কুমড়া ও আপেল-এই দুটো জিনিস একসঙ্গে রাখবেন না। আপেল ও নাসপাতি অনেক সময় কুমড়ার জন্য ক্ষতিকর। এতে পচে যেতে পারে আপনার সাধের সবজিটি।

আলু ও মিষ্টি আলু : আলু বা মিষ্টি আলুর মতো শেকড়ওয়ালা সবজি আলাদা আলাদা কাগজের ব্যাগে ভরে রাখুন। এগুলো ফ্রিজে এগুলো না রাখাই ভালো। অল্প পরিমাণে কিনে অন্ধকার শুকনো জায়গায় রাখা অধিক উপযোগী।

আপেল ও কমলালেবু : আপেল ও কমলালেবু একসঙ্গে না রাখাই ভালো। ইথিলিন গ্যাস উৎপন্ন হয়ে পচে যেতে পারে আপনার প্রিয় ফল। অতএব এই দুইটি ফল আলাদা আলাদাভাবে রাখুন। এ ছাড়া কোনো প্লাস্টিকের ব্যাগে ফল রাখবেন না।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

বিশ্ববিদ্যালয় নির্বাচন, জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: ফখরুল

যেসব জিনিস একসঙ্গে ফ্রিজে রাখা উচিত নয়

প্রকাশের সময় : ০৭:৫৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯
নুরুজ্জামান লিটন ।। 

বাজার থেকে শাকসবজি-ফলফলাদি কিনে এনেই একসঙ্গে ফ্রিজে ভরে রাখেন অনেকে। কিন্তু সবকিছু একসঙ্গে রাখতে গেলে বাঁধতে পারে বিপত্তি। নানা ধরনের গ্যাস উৎপন্ন করে স্বাস্থ্যের জন্য ক্ষতি ডেকে আনে।

টাইমস অব ইন্ডিয়া এ নিয়ে প্রকাশ করে একটি প্রতিবেদন। আসুন জেনে নিই, কোন কোন জিনিস একসঙ্গে ফ্রিজে রাখতে নেই।

শসা : অন্য কোনো কিছুর সঙ্গে শসা রাখা ঠিক নয়। তরমুজ, কলা বা টমেটোর সঙ্গে শসা রাখলে এক ধরনের এনথেলিন গ্যাস সৃষ্টি হয়। যা সহজে সবজি নষ্ট করে দিতে পারে। তাই শসা বরং ছোট একটি পাত্রে আলাদা করে ফ্রিজে রাখুন।

কুমড়া ও আপেল : কুমড়া ও আপেল-এই দুটো জিনিস একসঙ্গে রাখবেন না। আপেল ও নাসপাতি অনেক সময় কুমড়ার জন্য ক্ষতিকর। এতে পচে যেতে পারে আপনার সাধের সবজিটি।

আলু ও মিষ্টি আলু : আলু বা মিষ্টি আলুর মতো শেকড়ওয়ালা সবজি আলাদা আলাদা কাগজের ব্যাগে ভরে রাখুন। এগুলো ফ্রিজে এগুলো না রাখাই ভালো। অল্প পরিমাণে কিনে অন্ধকার শুকনো জায়গায় রাখা অধিক উপযোগী।

আপেল ও কমলালেবু : আপেল ও কমলালেবু একসঙ্গে না রাখাই ভালো। ইথিলিন গ্যাস উৎপন্ন হয়ে পচে যেতে পারে আপনার প্রিয় ফল। অতএব এই দুইটি ফল আলাদা আলাদাভাবে রাখুন। এ ছাড়া কোনো প্লাস্টিকের ব্যাগে ফল রাখবেন না।