বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে বিজিবির অভিযান ভারতীয় মালামালসহ আটক-১

সেলিম রেজা ।। 
বেনাপোল বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, ৩১৯০ প্যাকেট আতশবাজি, ০৬ টি বাইসাইকেল ও ৩০ বোতল ফেন্সিডিলসহ শামছুল হক (৩০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার   দৌলতপুর বিওপি’র টহল দল অভিযান চালিয়ে এসব মালামালসহ তাকে আটক করে। আটক শামছুল বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী পূর্বপাড়া গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়, ৫/৬ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবারী দল বাইসাইকেল যোগে ভারত সীমান্ত পার হয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এমন সংবাদ পেয়ে বিজিবি  খলশী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ৪০ হাজার পিচ  বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ, ৩ হাজার ১৯০ প্যাকেট আতশ বাজি এবং ০৬ বাইসাইকেলসহ শামছুলকে আটক করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃত আসামী ও অন্যান্য মালামাল বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

ইমরান খানকে কারাগারে মানসিক নির্যাতনের অভিযোগ

বেনাপোলে বিজিবির অভিযান ভারতীয় মালামালসহ আটক-১

প্রকাশের সময় : ০৮:৫৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯
সেলিম রেজা ।। 
বেনাপোল বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, ৩১৯০ প্যাকেট আতশবাজি, ০৬ টি বাইসাইকেল ও ৩০ বোতল ফেন্সিডিলসহ শামছুল হক (৩০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার   দৌলতপুর বিওপি’র টহল দল অভিযান চালিয়ে এসব মালামালসহ তাকে আটক করে। আটক শামছুল বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী পূর্বপাড়া গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়, ৫/৬ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবারী দল বাইসাইকেল যোগে ভারত সীমান্ত পার হয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এমন সংবাদ পেয়ে বিজিবি  খলশী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ৪০ হাজার পিচ  বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ, ৩ হাজার ১৯০ প্যাকেট আতশ বাজি এবং ০৬ বাইসাইকেলসহ শামছুলকে আটক করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃত আসামী ও অন্যান্য মালামাল বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।