
শেখ নাসির উদ্দিন ==
চলচ্চিত্র জগতে কাস্টিং কাউচের মুখোমুখি তথ্য নতুন নয়। বলিউড থেকে হলিউড; সকল জায়গাতেই এই ঘটনার সম্মুখীন হওয়ার তথ্য সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে। এবার সামনে এসেছে বলিউডের জনপ্রিয় নায়িকা সুরভিন চাওলার কাস্টিং কাউচের সম্মুখীন হওয়ার ঘটনা।
সম্প্রতি ভারতের এক সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সুরভিন জানান, যখন তিনি অভিনয় শুরু করেন সেই সময় তার ওজন ছিল ৫৬ কেজি। পরিচালকরা সুরভিনকে ডাকতেন তার ক্লিভেজ এবং থাই দেখার জন্য। এরপর তারা বলতেন, তোমার ওজন বেশি। ফলে তোমায় নেয়া যাবে না।
শুধু বলিউডেই নয়, দক্ষিণী ছবির দুনিয়াতেও কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। দক্ষিণের এক পরিচালক সম্পর্কে সুরভিন বলেন, একবার এক সিনেমার রেকির জন্য বাইরে যেতে হয়েছিল। ওই পরিচালক ওই সময় আমাকে বলেন, ম্যাম আমি আপনার শরীরের প্রত্যেকটি ইঞ্চি সম্পর্কে জানতে চাই।
নিজস্ব সংবাদদাতা 





















