মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিগবসে উত্তাপ ছড়াবেন এই অভিনেত্রী

সম্রাট আকবর =

গন্দি বাত’ নামের একটা ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় আসেন অভিনেত্রী অন্বেষী জৈন। এছাড়া একের পর এক খোলামেলা ফটোশুট করে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেই চলেছেন এই অভিনেত্রী। এবার তিনি হাজির হতে যাচ্ছেন বিগবস ১৩তে। বোঝায় যাচ্ছে এই অনুষ্ঠানে উত্তাপ ছড়াবেন অন্বেষী।
বলিউড সুপারস্টার সালমান খানের উপস্থাপনায় ‘বিগ বস ১৩’ শুরু হতে যাচ্ছে ২৯ সেপ্টেম্বর। আয়োজকদের আশা এবারও জমবে বিগবস। এবারের আয়োজনে শুধু তারকারাই পারফর্ম করবেন। এই সময়ের আলোচিত তারকাদের মাঝ থেকেই নেওয়া হয়েছে বিগবসের পারফর্মারদের।
অন্বেষী জৈনর আগে জানা গেছে এই আয়োজনের আরও কয়েকজন তারকার নাম। এবার প্রেমিক আরহান খানের সঙ্গে বিগ বস মাতাবেন আরেক অভিনেত্রী রেশমি দেশাই।
এবার মুম্বাইতে বসছে বিগবসের আসর। এখানে সালমান খানের সহ উপস্থাপক হিসেবে দেখা যাবে আমিশা পাটেলকে। এবারের অন্য প্রতিযোগীরা হলেন বিজেন্দর সিং, দেবলীনা ভট্টাচার্য, রাজপাল যাদব, দয়ানন্দ শেঠি, সিদ্ধার্থ শুক্লা, মাহিকা শর্মা, মেঘনা মালিক, পবিত্র পুনিয়া ও আরতি সিং।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

মরহুম মোসলেম উদ্দিন মাস্টারের স্মরণে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল

বিগবসে উত্তাপ ছড়াবেন এই অভিনেত্রী

প্রকাশের সময় : ০৭:৪৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
সম্রাট আকবর =

গন্দি বাত’ নামের একটা ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় আসেন অভিনেত্রী অন্বেষী জৈন। এছাড়া একের পর এক খোলামেলা ফটোশুট করে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেই চলেছেন এই অভিনেত্রী। এবার তিনি হাজির হতে যাচ্ছেন বিগবস ১৩তে। বোঝায় যাচ্ছে এই অনুষ্ঠানে উত্তাপ ছড়াবেন অন্বেষী।
বলিউড সুপারস্টার সালমান খানের উপস্থাপনায় ‘বিগ বস ১৩’ শুরু হতে যাচ্ছে ২৯ সেপ্টেম্বর। আয়োজকদের আশা এবারও জমবে বিগবস। এবারের আয়োজনে শুধু তারকারাই পারফর্ম করবেন। এই সময়ের আলোচিত তারকাদের মাঝ থেকেই নেওয়া হয়েছে বিগবসের পারফর্মারদের।
অন্বেষী জৈনর আগে জানা গেছে এই আয়োজনের আরও কয়েকজন তারকার নাম। এবার প্রেমিক আরহান খানের সঙ্গে বিগ বস মাতাবেন আরেক অভিনেত্রী রেশমি দেশাই।
এবার মুম্বাইতে বসছে বিগবসের আসর। এখানে সালমান খানের সহ উপস্থাপক হিসেবে দেখা যাবে আমিশা পাটেলকে। এবারের অন্য প্রতিযোগীরা হলেন বিজেন্দর সিং, দেবলীনা ভট্টাচার্য, রাজপাল যাদব, দয়ানন্দ শেঠি, সিদ্ধার্থ শুক্লা, মাহিকা শর্মা, মেঘনা মালিক, পবিত্র পুনিয়া ও আরতি সিং।