শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সারার হৃদয়ে বলিউড তারকা,সম্পর্কের কথা নাকি প্রকাশ্যে আসবে শিগগিরি

স্টাফ রিপোর্টার # # তরুণ হৃদয়ে ঝড় তুলেছেন সেফ-কন্যা। কিন্তু তাঁর হৃদয়ে কার ঠাঁই? শুনলে চমকে উঠবেন।

প্রথমে ‘কেদারনাথ’। তার পরে ‘সিম্বা’। মাত্র দু’টি ছবিতেই সারা আলি খান বুঝিয়ে দিয়েছেন, তাঁর স্থান বলিউডে পাকা। তাঁর সৌন্দর্য ও অভিনয়ে আসমুদ্র হিমাচলের তরুণ হৃদয়ে ঝড় তুলেছেন সেফ-কন্যা। কিন্তু তাঁর হৃদয়ে কার ঠাঁই? না, কার্তিক আরিয়ান নয়। তাঁর সঙ্গে ডেটে যেতে ইচ্ছুক সারা, এমনটাই শোনা যাচ্ছিল। কিন্তু এক সর্বভারতীয় ওয়েবসাইটের দাবি, কার্তিক নন, সারার হৃদয়ে রয়েছেন অন্য কেউ।

কেদারনাথ’ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই সারার সঙ্গে নাম জড়িয়েছিল ছবির নায়ক সুশান্ত সিংহ রাজপুতের। শোনা যাচ্ছিল, দু’জনের মধ্যে নাকি বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু তাঁরা দু’জন এ ব্যাপারে কোনও কথা বলেননি।

ওই প্রতিবেদনের দাবি অনুযায়ী, সুশান্ত নাকি গাড়িতে করে সারাকে জিম পর্যন্ত পৌঁছে দেন। কিন্তু গাড়ি থামান সামান্য দূরে, যাতে পাপারাৎজিদের চোখে না পড়ে। যত দিন যাচ্ছে ততই সম্পর্ক গাঢ় হচ্ছে দু’জনের। এমনও সম্ভাবনা রয়েছে, তাঁরা শিগগিরি নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করবেন জনসমক্ষে।

এখন দেখার, কবে তাঁদের সম্পর্কের কথা সর্বসমক্ষে নিয়ে আসেন তাঁরা।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

টাঙ্গাইলের শাড়ি পরে বড়দিন উদযাপন করলেন ব্রিটিশ হাইকমিশনার

সারার হৃদয়ে বলিউড তারকা,সম্পর্কের কথা নাকি প্রকাশ্যে আসবে শিগগিরি

প্রকাশের সময় : ০১:০২:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১

স্টাফ রিপোর্টার # # তরুণ হৃদয়ে ঝড় তুলেছেন সেফ-কন্যা। কিন্তু তাঁর হৃদয়ে কার ঠাঁই? শুনলে চমকে উঠবেন।

প্রথমে ‘কেদারনাথ’। তার পরে ‘সিম্বা’। মাত্র দু’টি ছবিতেই সারা আলি খান বুঝিয়ে দিয়েছেন, তাঁর স্থান বলিউডে পাকা। তাঁর সৌন্দর্য ও অভিনয়ে আসমুদ্র হিমাচলের তরুণ হৃদয়ে ঝড় তুলেছেন সেফ-কন্যা। কিন্তু তাঁর হৃদয়ে কার ঠাঁই? না, কার্তিক আরিয়ান নয়। তাঁর সঙ্গে ডেটে যেতে ইচ্ছুক সারা, এমনটাই শোনা যাচ্ছিল। কিন্তু এক সর্বভারতীয় ওয়েবসাইটের দাবি, কার্তিক নন, সারার হৃদয়ে রয়েছেন অন্য কেউ।

কেদারনাথ’ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই সারার সঙ্গে নাম জড়িয়েছিল ছবির নায়ক সুশান্ত সিংহ রাজপুতের। শোনা যাচ্ছিল, দু’জনের মধ্যে নাকি বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু তাঁরা দু’জন এ ব্যাপারে কোনও কথা বলেননি।

ওই প্রতিবেদনের দাবি অনুযায়ী, সুশান্ত নাকি গাড়িতে করে সারাকে জিম পর্যন্ত পৌঁছে দেন। কিন্তু গাড়ি থামান সামান্য দূরে, যাতে পাপারাৎজিদের চোখে না পড়ে। যত দিন যাচ্ছে ততই সম্পর্ক গাঢ় হচ্ছে দু’জনের। এমনও সম্ভাবনা রয়েছে, তাঁরা শিগগিরি নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করবেন জনসমক্ষে।

এখন দেখার, কবে তাঁদের সম্পর্কের কথা সর্বসমক্ষে নিয়ে আসেন তাঁরা।