সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটায় র‌্যাবের অভিযান ॥ ১৮ লাখ টাকা জরিমানা

ড.সারিয়া সুলতানা,কুষ্টিয়া ব্যুরো ## কুষ্টিয়ার ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার ৬টি অবৈধ ইটভাটা থেকে  ১৮ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমানণ আদালত।

সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার পক্ষ থেকে সহকারী পরিচালক কমল কুমার বর্মণ উপস্থিত ছিলেন।

এ সময় দৌলতপুরের সোনাইকান্দির বিএইচএন ব্রিকসকে ৫ লাখ টাকা, সরুপপুরের এনবিসি  ব্রিকসকে ৩ লাখ টাকা, এসবিসি ব্রিকসকে ৩ লাখ টাকা, ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়ার এসএমএস ব্রিকসকে ৩ লাখ টাকা, এএইচএম ব্রিকসকে ২ লাখ টাকা ও কেএবি ব্রিকসকে ২লাখ টাকা জরিমানা  করা হয়।

কুষ্টিয়া র‌্যাব -১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফ্ফারুজ্জামান বলেন, ওই সব ইটভাটার পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেই। এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। তবে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, এটা সতর্ক করা হলো। এরপরেও যদি এইসব ইটভাটা নিয়ম না মেনে পরিচালিত হয়, তবে  উচ্ছেদ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটন

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটায় র‌্যাবের অভিযান ॥ ১৮ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ১১:১৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১

ড.সারিয়া সুলতানা,কুষ্টিয়া ব্যুরো ## কুষ্টিয়ার ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার ৬টি অবৈধ ইটভাটা থেকে  ১৮ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমানণ আদালত।

সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার পক্ষ থেকে সহকারী পরিচালক কমল কুমার বর্মণ উপস্থিত ছিলেন।

এ সময় দৌলতপুরের সোনাইকান্দির বিএইচএন ব্রিকসকে ৫ লাখ টাকা, সরুপপুরের এনবিসি  ব্রিকসকে ৩ লাখ টাকা, এসবিসি ব্রিকসকে ৩ লাখ টাকা, ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়ার এসএমএস ব্রিকসকে ৩ লাখ টাকা, এএইচএম ব্রিকসকে ২ লাখ টাকা ও কেএবি ব্রিকসকে ২লাখ টাকা জরিমানা  করা হয়।

কুষ্টিয়া র‌্যাব -১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফ্ফারুজ্জামান বলেন, ওই সব ইটভাটার পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেই। এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। তবে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, এটা সতর্ক করা হলো। এরপরেও যদি এইসব ইটভাটা নিয়ম না মেনে পরিচালিত হয়, তবে  উচ্ছেদ করা হবে।