
যশোর ব্যুরো ## যশোরে এস এস সি ২০০৭ এবং এইচ এস সি ২০০৯ বাংলাদেশ গ্রুপের যশোর জেলার বন্ধুদের আমন্ত্রণে সারাদেশের বন্ধুদের অংশগ্রহণে মিলনমেলায় পথশিশু ও বন্ধুদের বাচ্চাদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ।
শুক্রবার দিনব্যাপী যশোর জেলার জেস গার্ডেন পার্কে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা গান,নৃত্য,আবৃত্তি, অভিনয় পরিবেশন করেন। দুপুরে পথশিশু ও এতীমখানার প্রায় অর্ধশত শিশুদের মধ্যে খাতা,কলম,পেন্সিল,স্কেলসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়।
আবু বকর আল আমিন এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন এস এস সি ২০০৭,এইচ এস সি ২০০৯ বাংলাদেশ গ্রুপের এডমিন প্যানেল সদস্য মোঃ দ্বীন ইসলাম,শরিফুল বাবু,যশোর ০৭০৯ গ্রুপের এডমিন প্যানেল ও আয়োজক কমিটির সদস্যরা।
উল্লেখ্য -২০০৭ সালে এস এস সি ও ২০০৯ সালের এইচ এস সি পরিক্ষার্থীদের নিয়ে প্রায় দেড় লক্ষ বন্ধু নিয়ে পরিচালিত ফেসবুকভিত্তিক গ্রুপ দেশের সবগুলো জেলায় রক্তদান,শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণসহ সমাজসেবামূলক নানান কর্মকাণ্ড পরিচালনা করছে।
নিজস্ব সংবাদদাতা 







































