
সাজ্জাদুল ইসলাম সৌরভ ## বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে নারী ক্রিকেটের ফাইনালে আগামীকাল (শুক্রবার) মুখোমুখি হবে বাংলাদেশ নীল দল ও বাংলাদেশ সবুজ দল। প্রথমবারের মত গেমসে অন্তর্ভুক্ত ইভেন্টে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে দুদল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
গ্রুপ পর্বে দুই ম্যাচের দুটিতেই জিতেছে বাংলাদেশ নীল দল। ব্যাট-বল হাতে সবুজ ও লাল দলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শনই ফাইনাল নিশ্চিত করে নীল দল।
প্রথম ম্যাচে সালমা খাতুনের নেতৃত্বাধীন নীল দলটি ১০ উইকেটে জয় পায়। ম্যাচে নীল দলের পক্ষে ১৪ রানে ৬ উইকেট পান ফারিহা তৃষ্ণা। পরের ম্যাচে সবুজ দলকে ৯ উইকেটে হারায় নীল দল। অফ-স্পিনার মৌমিতা হেনার ঘূর্ণিতে কুপোকাত হয় সবুজ দল। ২২ রানে ৪ উইকেট নেন হেনা।
টানা দুই জয়ে তিন দলের টুর্নামেন্টে আগেভাবেই ফাইনাল নিশ্চিত করে ফেলে বাংলাদেশ নীল দল। ফলে গ্রুপ পর্বে সবুজ ও লাল দলের ম্যাচটি অঘোষিত সেমিফাইনালে রুপ নেয়। ফাইনালের ওঠার লড়াইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লাল দলকে ৬ উইকেটে হারায় সবুজ দল। ফলে ফাইনালে নীল দলের প্রতিপক্ষ হয় সবুজ দল।
দক্ষিণ আফ্রিকার ইর্মাজিং নারী দলের বিপক্ষে বাংলাদেশ ইর্মাজিং নারী দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টকে বেছে নিয়েছে বিসিবি।
আগামী ২৮ মার্চ বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। এরপর সফরকারী দলের দুবার করোনা পরীক্ষা করা হবে। ৪ এপ্রিল থেকে শুরু হবে সিরিজটি। সিরিজের সবগুলো ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
নিজস্ব সংবাদদাতা 



















