রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে জেসিএফ ট্রেনিং সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন

যশোর ব্যুরো ## নান্দনিক স্থপত্যশৈলীতে যশোরে নির্মাণ করা হচ্ছে ১০তলা বিশিষ্ট ‘জাগরণী চক্র ফাউন্ডেশন’ ট্রেনিং সেন্টার। শহর বাইপাসের আরবপুর এলাকায় রবিবার (২১ মার্চ ২০২১) ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে এই ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।

দুপুরে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজ উদ্বোধন করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ্ (গ্রেড-১)। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির পরিচালক (অর্থ ও হিসাব) মুহাম্মদ মাজেদুল হক, সহকারী পরিচালক সৈয়দ আশিক ইমতিয়াজ, জাগরণী চক্র ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক মেরিনা আখতার, পরিচালক (ক্ষুদ্র্ঋণ) আজিজুল হক, পরিচালক (অর্থ ও হিসাব) বিশ্বজিৎ কুমার ঘোষ সহ উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীগণ।
উল্লেখ্য,  ১০তলা বিশিষ্ট এই ট্রেনিং সেন্টারে থাকবে আন্তর্জাতিকমানের আবাসন সুবিধাসহ ২’শ আসন বিশিষ্ট মাল্টিপারপাস হল ও ট্রেনিং সেন্টার। নির্মাণ সমাপ্তির সম্ভব্য সময় ধরা হয়েছে ২০২৪ সাল।

ট্রেনিং সেন্টার নির্মান কাজ উদ্বোধনের পর অতিথিরা জাগরণী চক্র ফাউন্ডেশন পরিচালিত যৌনপল্লীর শিশুদের পুনর্বাসন প্রকল্প চিল্ড্রেন হ্যাভেন ঘুরে দেখেন। এরপর শহরের মুজিব সড়কে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয় পরিদর্শন করেন এবং কর্মরত কর্মকর্তা ও কর্মীদের সাথে মতবিনিময় করেন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ৫ কোটি টাকা মূল্যের ট্রাকভর্তি জীবিত গলদা চিংড়ি চুরি

যশোরে জেসিএফ ট্রেনিং সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশের সময় : ০৭:৩৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১

যশোর ব্যুরো ## নান্দনিক স্থপত্যশৈলীতে যশোরে নির্মাণ করা হচ্ছে ১০তলা বিশিষ্ট ‘জাগরণী চক্র ফাউন্ডেশন’ ট্রেনিং সেন্টার। শহর বাইপাসের আরবপুর এলাকায় রবিবার (২১ মার্চ ২০২১) ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে এই ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।

দুপুরে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজ উদ্বোধন করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ্ (গ্রেড-১)। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির পরিচালক (অর্থ ও হিসাব) মুহাম্মদ মাজেদুল হক, সহকারী পরিচালক সৈয়দ আশিক ইমতিয়াজ, জাগরণী চক্র ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক মেরিনা আখতার, পরিচালক (ক্ষুদ্র্ঋণ) আজিজুল হক, পরিচালক (অর্থ ও হিসাব) বিশ্বজিৎ কুমার ঘোষ সহ উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীগণ।
উল্লেখ্য,  ১০তলা বিশিষ্ট এই ট্রেনিং সেন্টারে থাকবে আন্তর্জাতিকমানের আবাসন সুবিধাসহ ২’শ আসন বিশিষ্ট মাল্টিপারপাস হল ও ট্রেনিং সেন্টার। নির্মাণ সমাপ্তির সম্ভব্য সময় ধরা হয়েছে ২০২৪ সাল।

ট্রেনিং সেন্টার নির্মান কাজ উদ্বোধনের পর অতিথিরা জাগরণী চক্র ফাউন্ডেশন পরিচালিত যৌনপল্লীর শিশুদের পুনর্বাসন প্রকল্প চিল্ড্রেন হ্যাভেন ঘুরে দেখেন। এরপর শহরের মুজিব সড়কে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয় পরিদর্শন করেন এবং কর্মরত কর্মকর্তা ও কর্মীদের সাথে মতবিনিময় করেন।