শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিতর্ক থেকে অবশেষে সিনেমায় ফিরছেন ‘থালাইভি’ কঙ্গনা

স্টাফ রিপোর্টার ##  অবশেষে তাঁর মন ফিরছে নিজের কাজের জায়গায়, সিনেমায়। ২৩ মার্চ ৩৪ এ পা দেবেন বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাওয়াত। সেদিনই মুক্তি পাবে তাঁর অভিনীত ‘থালাইভি’র টিজার। সবমিলিয়ে ভীষণ উত্তেজিত কঙ্গনা। সাত সকালে টুইট করে ‘থালাইভি’র স্মৃতি ভাগ করলেন অনুরাগীদের সঙ্গে। প্রসঙ্গত ‘থালাইভি’ একটি পলিটিক্যাল ড্রামা। তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। বড় পর্দার হিট নায়িকা থেকে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর পথচলাই তুলে ধরা হবে সিনেমায়। ফলে সিনেমাতেও সমান তালে তাল মেলাতে গিয়ে প্রায় যুদ্ধ করতে হয়েছে কঙ্গনাকে। কীভাবে! শুটিংয়ের শুরুর দিকে একেবারে রোগা ছিপছিপে। তারপর খানিকটা ওজন বাড়িয়ে নায়িকার বেশে। এর পর ২০ কেজি ওজন বাড়িয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকায় টানা কয়েকমাস অভিনেত্রীকে শুটিং করতে হয়েছে। কিছুদিনের মধ্যেই আবার পুরনো কঙ্গনায় ফিরে আসতে যে শারীরিক কসরত তাঁকে করতে হয়েছে, সেই স্মৃতিই তুলে ধরেছেন কঙ্গনা। গত বছর ওয়েট ট্রান্সফরমেশন নিয়ে আরও একটি পোস্ট করেছিলেন কঙ্গনা। সব মিলিয়ে দেশের বিভিন্ন বিষয়ে সর্বক্ষণ চিন্তিত থাকলেও, নিজের আসল কাজে ভালই মন আছে তাঁর। অভিনেত্রী কঙ্গনা বরাবরই ভীষণ প্রিয় অনেকের কাছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেভাবে তিনি নানা বিষয়ে মন্তব্য করেন, সকলের বিরোধিতা করেন, তাতে জনপ্রিয়তা খানিকটা কমেছে। কিন্তু জয়ললিতাকে যাঁরা ভালবাসতেন, তাঁরা সকলেই এই সিনেমার জন্য মুখিয়ে আছেন এই মুহূর্তে।

 

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

“পুনাক”কতৃক শ্রীমঙ্গলে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ 

বিতর্ক থেকে অবশেষে সিনেমায় ফিরছেন ‘থালাইভি’ কঙ্গনা

প্রকাশের সময় : ০২:৩৪:০২ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১

স্টাফ রিপোর্টার ##  অবশেষে তাঁর মন ফিরছে নিজের কাজের জায়গায়, সিনেমায়। ২৩ মার্চ ৩৪ এ পা দেবেন বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাওয়াত। সেদিনই মুক্তি পাবে তাঁর অভিনীত ‘থালাইভি’র টিজার। সবমিলিয়ে ভীষণ উত্তেজিত কঙ্গনা। সাত সকালে টুইট করে ‘থালাইভি’র স্মৃতি ভাগ করলেন অনুরাগীদের সঙ্গে। প্রসঙ্গত ‘থালাইভি’ একটি পলিটিক্যাল ড্রামা। তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। বড় পর্দার হিট নায়িকা থেকে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর পথচলাই তুলে ধরা হবে সিনেমায়। ফলে সিনেমাতেও সমান তালে তাল মেলাতে গিয়ে প্রায় যুদ্ধ করতে হয়েছে কঙ্গনাকে। কীভাবে! শুটিংয়ের শুরুর দিকে একেবারে রোগা ছিপছিপে। তারপর খানিকটা ওজন বাড়িয়ে নায়িকার বেশে। এর পর ২০ কেজি ওজন বাড়িয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকায় টানা কয়েকমাস অভিনেত্রীকে শুটিং করতে হয়েছে। কিছুদিনের মধ্যেই আবার পুরনো কঙ্গনায় ফিরে আসতে যে শারীরিক কসরত তাঁকে করতে হয়েছে, সেই স্মৃতিই তুলে ধরেছেন কঙ্গনা। গত বছর ওয়েট ট্রান্সফরমেশন নিয়ে আরও একটি পোস্ট করেছিলেন কঙ্গনা। সব মিলিয়ে দেশের বিভিন্ন বিষয়ে সর্বক্ষণ চিন্তিত থাকলেও, নিজের আসল কাজে ভালই মন আছে তাঁর। অভিনেত্রী কঙ্গনা বরাবরই ভীষণ প্রিয় অনেকের কাছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেভাবে তিনি নানা বিষয়ে মন্তব্য করেন, সকলের বিরোধিতা করেন, তাতে জনপ্রিয়তা খানিকটা কমেছে। কিন্তু জয়ললিতাকে যাঁরা ভালবাসতেন, তাঁরা সকলেই এই সিনেমার জন্য মুখিয়ে আছেন এই মুহূর্তে।