টুইটারে বীরু লিখলেন, “২৯ মার্চ আমার কাছে বাড়তি মাত্রা বহন করে। ভারতের হয়ে টেস্টে দুবার ত্রিশতরান করতে পেরেছি। এর জন্য গর্বিত। আজকের দিনে ২০০৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ত্রিশতরান করেছিলাম। এর ঠিক চার বছর পর একই দিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ত্রিশতরান আমার ব্যাট থেকে এসেছিল। দারুণ অনুভূতি হচ্ছে।”
ঠিক ১৩ বছর আগে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ৩৭৫ বলে ৩০৯ রান করেছিলেন বীরু। বিস্ফোরক মেজাজে সেই ইনিংস গড়তে ৩৯টি চার ও ৬টি ছয় মেরেছিলেন তিনি। তবে ২৯ মার্চের সুখ স্মৃতি সেখানেই শেষ হয়ে যায়নি। ২০০৮ সালে একই দিনে চিপকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০৪ বলে ৩১৯ রান করেন। ৪২টি চার ও ৫টি ছয় দিয়ে তাঁর সেই মারকুটে ইনিংস সাজানো ছিল।
নিজস্ব সংবাদদাতা 








































