শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাঝ আকাশে জামাকাপড় খুলে ফেললেন বিমানের যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক ## মাঝ আকাশেই হঠাৎ করে নগ্ন হয়ে যান এক যাত্রী। এমন ঘটনায় বিমানের আরোহী হতবাক হয়ে যান। ভারতের বেঙ্গালুরু থেকে রাজধানী দিল্লিগামী এয়ার এশিয়ার একটি ফ্লাইটে এ ঘটনা ঘটেছে। ওই যাত্রী বিমানক্রুদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এরপর একে একে নিজের জামাকাপড় খুলে ফেলেন তিনি। এমনকি বোমা নিয়ে বিমানে উঠেছেন বলেও হুমকি দিতে থাকেন। এ নিয়ে উত্তেজনা-আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বিমানে ওঠার পর থেকে লাইফ জ্যাকেট নিয়ে খেলা করছিলেন ওই যাত্রী। একইসঙ্গে বিমানে বোমা রাখা হয়েছে বলেও হুমকি দিচ্ছিলেন তিনি। এসময় একজন কেবিন ক্রুর সঙ্গে ওই যাত্রীর বচসা শুরু হয়। বেশ কিছুটা সময় ধরে বচসা চলার পর একে একে নিজের জামা খুলে ফেলেন ওই যাত্রী। বিমানের ক্রুরা জানান, মদ্যপ অবস্থায় বিমানে উঠেছিলেন তিনি।

 

ওই যাত্রী জামাকাপড় খুলে ফেলার পর পুরো ঘটনাটি পাইলটকে জানান বিমানের ওই ক্রু। এরপর দিল্লির এয়ার ট্রাফিক কন্ট্রোলারের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন পাইলট। পরে বিমান দিল্লিতে অবতরণ করলে বিমানবন্দরের সিআইএসএফ-র সহায়তায় ওই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

 

এয়ার এশিয়া জানিয়েছে, মদ্যপ অবস্থায় এক ব্যক্তি বিমানে উঠেছিলেন। এক কেবিন ক্রুর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই যাত্রী। বিমান দিল্লি বিমানবন্দরে অবতরণ করার পর পরই পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এয়ার এশিয়া ইন্ডিয়ার কাছে যাত্রী এবং কর্মীদের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। তাই এ ধরনের আচরণ মেনে নেয়া যায় না।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

বাগেরহাটে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ   

মাঝ আকাশে জামাকাপড় খুলে ফেললেন বিমানের যাত্রী

প্রকাশের সময় : ০৩:৩৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১

আন্তর্জাতিক ডেস্ক ## মাঝ আকাশেই হঠাৎ করে নগ্ন হয়ে যান এক যাত্রী। এমন ঘটনায় বিমানের আরোহী হতবাক হয়ে যান। ভারতের বেঙ্গালুরু থেকে রাজধানী দিল্লিগামী এয়ার এশিয়ার একটি ফ্লাইটে এ ঘটনা ঘটেছে। ওই যাত্রী বিমানক্রুদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এরপর একে একে নিজের জামাকাপড় খুলে ফেলেন তিনি। এমনকি বোমা নিয়ে বিমানে উঠেছেন বলেও হুমকি দিতে থাকেন। এ নিয়ে উত্তেজনা-আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বিমানে ওঠার পর থেকে লাইফ জ্যাকেট নিয়ে খেলা করছিলেন ওই যাত্রী। একইসঙ্গে বিমানে বোমা রাখা হয়েছে বলেও হুমকি দিচ্ছিলেন তিনি। এসময় একজন কেবিন ক্রুর সঙ্গে ওই যাত্রীর বচসা শুরু হয়। বেশ কিছুটা সময় ধরে বচসা চলার পর একে একে নিজের জামা খুলে ফেলেন ওই যাত্রী। বিমানের ক্রুরা জানান, মদ্যপ অবস্থায় বিমানে উঠেছিলেন তিনি।

 

ওই যাত্রী জামাকাপড় খুলে ফেলার পর পুরো ঘটনাটি পাইলটকে জানান বিমানের ওই ক্রু। এরপর দিল্লির এয়ার ট্রাফিক কন্ট্রোলারের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন পাইলট। পরে বিমান দিল্লিতে অবতরণ করলে বিমানবন্দরের সিআইএসএফ-র সহায়তায় ওই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

 

এয়ার এশিয়া জানিয়েছে, মদ্যপ অবস্থায় এক ব্যক্তি বিমানে উঠেছিলেন। এক কেবিন ক্রুর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই যাত্রী। বিমান দিল্লি বিমানবন্দরে অবতরণ করার পর পরই পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এয়ার এশিয়া ইন্ডিয়ার কাছে যাত্রী এবং কর্মীদের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। তাই এ ধরনের আচরণ মেনে নেয়া যায় না।