মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদগাহে নয়, ঈদের জামাত হতে পারে মসজিদে

ফয়েজ আহম্মেদ ## কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ার কারণে এবারও ঈদের জামাত উন্মুক্ত স্থান বা ঈদগাহে পড়ার ওপর নিষেধাজ্ঞা দিতে পারে সরকার।

 

 

গেলো বছরের মতো স্বাস্থ্যবিধি মেনে ঈদ উল ফিতরের জামাত মসজিদে আদায়ের সিদ্ধান্ত আসতে পারে।

 

 

আগামী মঙ্গলবার (২৭ এপ্রিল) সভা করে ঈদ জামাতের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।

 

 

চাঁদ দেখা সাপেক্ষে আসছে ১৩ বা ১৪ মে দেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে। ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান গণমাধ্যমকে বলেন, আমি মনে করি ঈদের জামাতের বিষয়ে সিদ্ধান্ত গেলো বছরের মতোই থাকবে। আরও কঠিন হয়তো হবে না। আমরাও চাই গেলো বছরের সিদ্ধান্তটাই থাক। তবে সবকিছুই আলোচনা করে আমরা ফাইনাল করবো। পরশু দিন আমরা একটা সিদ্ধান্তে যাব। আমাদের একটি অফিসিয়াল মিটিং হবে, সেখানে আমরা সিদ্ধান্ত নেব।

 

 

প্রতিমন্ত্রী আরও বলেন, আসলে এবারের পরিস্থিতি অনেক খারাপ। আমাদের সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সবাইকে বলেছি বসে একটা সিদ্ধান্ত নিন। গেলো বছর যে সিদ্ধান্ত ছিল সেটা ঠিক রাখবেন নাকি, আরও কঠিন করবেন নাকি কিছুটা রিল্যাক্স করবেন, বসেই সেই সিদ্ধান্ত নেয়া যেতে পারে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোর বাঘারপাড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো মানুষের দোয়া

ঈদগাহে নয়, ঈদের জামাত হতে পারে মসজিদে

প্রকাশের সময় : ০৪:৪১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১

ফয়েজ আহম্মেদ ## কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ার কারণে এবারও ঈদের জামাত উন্মুক্ত স্থান বা ঈদগাহে পড়ার ওপর নিষেধাজ্ঞা দিতে পারে সরকার।

 

 

গেলো বছরের মতো স্বাস্থ্যবিধি মেনে ঈদ উল ফিতরের জামাত মসজিদে আদায়ের সিদ্ধান্ত আসতে পারে।

 

 

আগামী মঙ্গলবার (২৭ এপ্রিল) সভা করে ঈদ জামাতের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।

 

 

চাঁদ দেখা সাপেক্ষে আসছে ১৩ বা ১৪ মে দেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে। ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান গণমাধ্যমকে বলেন, আমি মনে করি ঈদের জামাতের বিষয়ে সিদ্ধান্ত গেলো বছরের মতোই থাকবে। আরও কঠিন হয়তো হবে না। আমরাও চাই গেলো বছরের সিদ্ধান্তটাই থাক। তবে সবকিছুই আলোচনা করে আমরা ফাইনাল করবো। পরশু দিন আমরা একটা সিদ্ধান্তে যাব। আমাদের একটি অফিসিয়াল মিটিং হবে, সেখানে আমরা সিদ্ধান্ত নেব।

 

 

প্রতিমন্ত্রী আরও বলেন, আসলে এবারের পরিস্থিতি অনেক খারাপ। আমাদের সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সবাইকে বলেছি বসে একটা সিদ্ধান্ত নিন। গেলো বছর যে সিদ্ধান্ত ছিল সেটা ঠিক রাখবেন নাকি, আরও কঠিন করবেন নাকি কিছুটা রিল্যাক্স করবেন, বসেই সেই সিদ্ধান্ত নেয়া যেতে পারে।