শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অধ্যাপক কুতুব ও হাসনাতকে দিয়ে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা 

দলের কোন্দল নিরসনে বিভক্ত নেতাদের দিয়েই দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি।
রবিবার (৩০ জানুয়ারি) বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক গোলাম আকবর খন্দকার এ কমিটির অনুমোদন দিলেও সোমবার (৩১ জানুয়ারি) দিনগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৪ সালের ৭ জুন তৎকালীন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরী ও সদস্য সচিব প্রয়াত আবদুল্লাহ আল হাসান কর্তৃক স্বাক্ষরিত রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে আলহাজ্ব শওকত আলী নূর আহ্বায়ক ও প্রফেসর মোঃ মুহসিন সদস্য সচিব এবং পৌরসভা বিএনপির আহ্বায়ক মো: মাহবুব ছাপা ও মো: হেলাল উদ্দিন শাহ সদস্য সচিব ছিলেন।
২০১৬ সালের দিকে কমিটি নিয়ে অন্তর্কোন্দল সৃষ্টি হলে পাল্টা আহ্বায়ক কমিটি গঠন করেন অধ্যাপক কুতুবউদ্দিন বাহার। সেই আহ্বায়ক কমিটির আহ্বায়ক ছিলেন কুতুবউদ্দিন বাহার ও সদস্য সচিব ছিলেন আবু আহমেদ হাসনাত। পরবর্তীতে তাদের অনুসারীরা বিভক্ত হয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন।
সর্বশেষ গত ৩০ জানুয়ারি রাঙ্গুনিয়া উপজেলা ও পৌর বিএনপি’র আগের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সেইসাথে আগামী ৩ মাসের মধ্যে উপজেলার সকল ইউনিয়নে নতুন করে আহবায়ক কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।
সদ্য অনুমোদিত রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির ৫৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে অধ্যাপক কুতুবউদ্দিন বাহারকে আহবায়ক ও আবু আহমেদ হাসনাতকে সদস্য সচিব এবং পৌরসভা বিএনপির ৩০ সদস্য বিশিষ্ট কমিটিতে মাহবুব ছাপাকে আহ্বায়ক ও আবদুস সালামকে সদস্য সচিব করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করে বর্তমান উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত বলেন, ‘২০১৪ সালে এক সভায় উপজেলা ও পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। ওই কমিটিতে সদ্য ঘোষিত উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য শওগত আলী নূরকে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোঃ মহসিনকে সদস্য সচিব এবং মাহবুব ছাপাকে পৌর বিএনপির আহ্বায়ক ও হেলাল উদ্দিন শাহকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।’
তিনি আরও বলেন, ‘পূর্বের রাঙ্গুনিয়া উপজেলা ও পৌর বিএনপির আগের কমিটি ভেঙে দেওয়ায় নতুন করে ৩ মাসের মধ্যে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে উত্তর জেলা বিএনপি। নির্দেশনা মতে ৩ মাসের মধ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হবে।’ এছাড়া নতুন আহ্বায়ক কমিটি করার পর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সব ওয়ার্ডে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
এ ব্যাপারে নতুন আহ্বায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহার বলেন, ‘রাঙ্গুনিয়ায় দীর্ঘ ৮ বছরের কমিটি গ্যাপে অনেক পরিক্ষিত জিয়ার সৈনিক নিমজ্জিত হয়ে গেছে। আজ উপজেলা ও পৌরসভা বিএনপির কর্মীরা প্রাণ ফিরে পেয়েছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের সিনিয়র নেতারা আমাকে যে পবিত্র দায়িত্ব প্রদান করেছেন আমি তা আমি সততা নিষ্ঠা ও জিয়ার আদর্শমাফিক পালন করবো ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘আশা করি আগামী ৩ মাসের নির্ধারিত সময়ের মধ্যে ত্যাগী নেতাদের মূল্যায়ন করে একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি তৈরি করতে পারবো। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।’
জনপ্রিয়

টাঙ্গাইলের শাড়ি পরে বড়দিন উদযাপন করলেন ব্রিটিশ হাইকমিশনার

অধ্যাপক কুতুব ও হাসনাতকে দিয়ে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা 

প্রকাশের সময় : ০৪:৩৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
দলের কোন্দল নিরসনে বিভক্ত নেতাদের দিয়েই দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি।
রবিবার (৩০ জানুয়ারি) বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক গোলাম আকবর খন্দকার এ কমিটির অনুমোদন দিলেও সোমবার (৩১ জানুয়ারি) দিনগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৪ সালের ৭ জুন তৎকালীন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরী ও সদস্য সচিব প্রয়াত আবদুল্লাহ আল হাসান কর্তৃক স্বাক্ষরিত রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে আলহাজ্ব শওকত আলী নূর আহ্বায়ক ও প্রফেসর মোঃ মুহসিন সদস্য সচিব এবং পৌরসভা বিএনপির আহ্বায়ক মো: মাহবুব ছাপা ও মো: হেলাল উদ্দিন শাহ সদস্য সচিব ছিলেন।
২০১৬ সালের দিকে কমিটি নিয়ে অন্তর্কোন্দল সৃষ্টি হলে পাল্টা আহ্বায়ক কমিটি গঠন করেন অধ্যাপক কুতুবউদ্দিন বাহার। সেই আহ্বায়ক কমিটির আহ্বায়ক ছিলেন কুতুবউদ্দিন বাহার ও সদস্য সচিব ছিলেন আবু আহমেদ হাসনাত। পরবর্তীতে তাদের অনুসারীরা বিভক্ত হয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন।
সর্বশেষ গত ৩০ জানুয়ারি রাঙ্গুনিয়া উপজেলা ও পৌর বিএনপি’র আগের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সেইসাথে আগামী ৩ মাসের মধ্যে উপজেলার সকল ইউনিয়নে নতুন করে আহবায়ক কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।
সদ্য অনুমোদিত রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির ৫৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে অধ্যাপক কুতুবউদ্দিন বাহারকে আহবায়ক ও আবু আহমেদ হাসনাতকে সদস্য সচিব এবং পৌরসভা বিএনপির ৩০ সদস্য বিশিষ্ট কমিটিতে মাহবুব ছাপাকে আহ্বায়ক ও আবদুস সালামকে সদস্য সচিব করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করে বর্তমান উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত বলেন, ‘২০১৪ সালে এক সভায় উপজেলা ও পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। ওই কমিটিতে সদ্য ঘোষিত উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য শওগত আলী নূরকে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোঃ মহসিনকে সদস্য সচিব এবং মাহবুব ছাপাকে পৌর বিএনপির আহ্বায়ক ও হেলাল উদ্দিন শাহকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।’
তিনি আরও বলেন, ‘পূর্বের রাঙ্গুনিয়া উপজেলা ও পৌর বিএনপির আগের কমিটি ভেঙে দেওয়ায় নতুন করে ৩ মাসের মধ্যে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে উত্তর জেলা বিএনপি। নির্দেশনা মতে ৩ মাসের মধ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হবে।’ এছাড়া নতুন আহ্বায়ক কমিটি করার পর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সব ওয়ার্ডে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
এ ব্যাপারে নতুন আহ্বায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহার বলেন, ‘রাঙ্গুনিয়ায় দীর্ঘ ৮ বছরের কমিটি গ্যাপে অনেক পরিক্ষিত জিয়ার সৈনিক নিমজ্জিত হয়ে গেছে। আজ উপজেলা ও পৌরসভা বিএনপির কর্মীরা প্রাণ ফিরে পেয়েছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের সিনিয়র নেতারা আমাকে যে পবিত্র দায়িত্ব প্রদান করেছেন আমি তা আমি সততা নিষ্ঠা ও জিয়ার আদর্শমাফিক পালন করবো ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘আশা করি আগামী ৩ মাসের নির্ধারিত সময়ের মধ্যে ত্যাগী নেতাদের মূল্যায়ন করে একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি তৈরি করতে পারবো। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।’