
মিস পাকিস্তান ইউনিভার্সাল ২০২২ এর খেতাব জিতেছেন ডা. শাফাক আখতার নামে এক চিকিৎসক। তিনি দেশটির লাহোর শহরের বাসিন্দা।
কানাডায় অনুষ্ঠিত ভার্চুয়াল সৌন্দর্য প্রতিযোগিতায় মিস পাকিস্তান ইউনিভার্সাল ২০২২ এর খেতাব জেতেন তিনি। এই প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার দেওয়ার জন্য লাহোরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
ওই অনুষ্ঠানে শাফাককে বিজয়ীর মুকুট পরিয়ে দেন গতবারের চ্যাম্পিয়ন সামান শাহ।
মুকুট জেতার পর শাফাক বলেন, এই প্রতিযোগিতায় জয়ী হওয়া আমার জন্য সম্মানের। ভবিষ্যতে অনেক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশকে গর্বিত করার চেষ্টা করব। এই সাফল্য আমার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে এবং আমি আশা করি ভবিষ্যতেও আমি এমন সাফল্য পেতে থাকব।
ডা. শাফাক ইনস্টাগ্রামে খুব একটা সক্রিয় নন। ইনস্টাগ্রামে তার প্রায় তিন হাজার ফলোয়ার রয়েছে। হাসপাতালে ডিউটি টাইমের পর তিনি সাধারণত ঘুরে বেড়াতে ও ছবি তুলতে পছন্দ করেন।
বিনোদন ডেস্ক 







































