বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রাইমারি স্কুলের টিউবওয়েল একমাস ধরে নষ্ট, বিপাকে কোমলমতি শিশুরা

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের পানি খাওয়ার দুটো টিউবওয়েলই দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। কতৃপক্ষের চরম উদাসীনতা আর খামখেয়ালিপনার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকলেও স্কুল কতৃপক্ষ টিউবওয়েল দুটো মেরামতের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। ফলে এই স্কুলে পড়তে আসা প্রায় ৫০০ শিশু পানির পিপাসা লাগলেও পানি খেতে পারছে না। প্রাইমারি স্কুলের সাথেই আছে একটি হাইস্কুল এবং বাজার।টিউবওয়েল দুটি নষ্ট থাকায় তারাও চরম বিপাকের মধ্যে আছে। স্হানীয় দোকানদার শামীম হোসেন জানান, একটি টিউবওয়েল দুবছর আগে পোতা কিন্তু সেটা দিয়ে কোনোদিন পানি ওঠেনি। আর একটা আজ একমাস যাবৎ নষ্ট হয়ে পড়ে আছে। স্কুল কতৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। ফলে স্কুলের বাচ্চারা সহ বাজারের লোকজনকে দুরে অবস্হিত মসজিদের টিউবওয়েলে যেয়ে পানি পান করতে হচ্ছে। স্কুল মাঠেই অবস্হিত দোকানিও একই বক্তব্য দেন। স্হানীয় বাসিন্দা মিজানুর রহমান মিলন জানান, চার গ্রাম মিলে একটা স্কুল। আমিও এই স্কুলে পড়েছি। গ্রামে এত বড়বড় নেতা আর স্কুল কমিটি মিলে একটা টিউবওয়েল ঠিক করতে পারেনা এটা দুঃখজনক। এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আফসানা নাজনীন বলেন, আমরা মৌখিক ভাবে কতৃপক্ষকে অবহিত করেছি। কবে নাগাদ ঠিক হবে বলতে পারছি না। স্কুলের সভাপতি, পাশের হাইস্কুলের শিক্ষক গোলাম মোস্তফা জানান, টিউবওয়েল দুটো অনেক দিন ধরে খারাপ হয়ে আছে। কবে নাগাদ মেরামত হবে এব্যাপারে প্রধান শিক্ষক ভালো বলতে পারবেন। আমি আগামীকাল তার কাছথেকে শুনে আপনাকে জানাবো।

উল্লেখ্য গত ৩১ মার্চ ঝিকরগাছা সেবা সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ জামান বাবু এই নষ্ট টিউবওয়েল নিয়ে তার ফেসবুক পেজে একটি লাইভ ভিডিও করলে স্কুল কতৃপক্ষের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। তারপর দশদিন কেটে গেলেও এখনও টিউবওয়েল দুটো ঠিক হয়নি।এপ্রসঙ্গে সেবা সংগঠনের সভাপতি বলেন, স্কুল কতৃপক্ষ চাইলে আজই আমরা আমাদের সংগঠন এর পক্ষ থেকে টিউবওয়েল ঠিক করে বাচ্চাদের সুপেয় পানির পিপাসা মেটাতে চাই।
জনপ্রিয়

বছরজুড়ে যা যা করল ইবি ছাত্রদল

প্রাইমারি স্কুলের টিউবওয়েল একমাস ধরে নষ্ট, বিপাকে কোমলমতি শিশুরা

প্রকাশের সময় : ১২:২৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের পানি খাওয়ার দুটো টিউবওয়েলই দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। কতৃপক্ষের চরম উদাসীনতা আর খামখেয়ালিপনার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকলেও স্কুল কতৃপক্ষ টিউবওয়েল দুটো মেরামতের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। ফলে এই স্কুলে পড়তে আসা প্রায় ৫০০ শিশু পানির পিপাসা লাগলেও পানি খেতে পারছে না। প্রাইমারি স্কুলের সাথেই আছে একটি হাইস্কুল এবং বাজার।টিউবওয়েল দুটি নষ্ট থাকায় তারাও চরম বিপাকের মধ্যে আছে। স্হানীয় দোকানদার শামীম হোসেন জানান, একটি টিউবওয়েল দুবছর আগে পোতা কিন্তু সেটা দিয়ে কোনোদিন পানি ওঠেনি। আর একটা আজ একমাস যাবৎ নষ্ট হয়ে পড়ে আছে। স্কুল কতৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। ফলে স্কুলের বাচ্চারা সহ বাজারের লোকজনকে দুরে অবস্হিত মসজিদের টিউবওয়েলে যেয়ে পানি পান করতে হচ্ছে। স্কুল মাঠেই অবস্হিত দোকানিও একই বক্তব্য দেন। স্হানীয় বাসিন্দা মিজানুর রহমান মিলন জানান, চার গ্রাম মিলে একটা স্কুল। আমিও এই স্কুলে পড়েছি। গ্রামে এত বড়বড় নেতা আর স্কুল কমিটি মিলে একটা টিউবওয়েল ঠিক করতে পারেনা এটা দুঃখজনক। এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আফসানা নাজনীন বলেন, আমরা মৌখিক ভাবে কতৃপক্ষকে অবহিত করেছি। কবে নাগাদ ঠিক হবে বলতে পারছি না। স্কুলের সভাপতি, পাশের হাইস্কুলের শিক্ষক গোলাম মোস্তফা জানান, টিউবওয়েল দুটো অনেক দিন ধরে খারাপ হয়ে আছে। কবে নাগাদ মেরামত হবে এব্যাপারে প্রধান শিক্ষক ভালো বলতে পারবেন। আমি আগামীকাল তার কাছথেকে শুনে আপনাকে জানাবো।

উল্লেখ্য গত ৩১ মার্চ ঝিকরগাছা সেবা সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ জামান বাবু এই নষ্ট টিউবওয়েল নিয়ে তার ফেসবুক পেজে একটি লাইভ ভিডিও করলে স্কুল কতৃপক্ষের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। তারপর দশদিন কেটে গেলেও এখনও টিউবওয়েল দুটো ঠিক হয়নি।এপ্রসঙ্গে সেবা সংগঠনের সভাপতি বলেন, স্কুল কতৃপক্ষ চাইলে আজই আমরা আমাদের সংগঠন এর পক্ষ থেকে টিউবওয়েল ঠিক করে বাচ্চাদের সুপেয় পানির পিপাসা মেটাতে চাই।