বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তুমি চলে গেছো

কবিতাঃ তুমি চলে গেছো
মোঃ মাসুদ রানা মাসুম
নীলকাব্য তুমি চলে গেছো
কখনও বুঝনি আমার নীরবতা।
আমাকে এক একাকিত্বের গহ্বরে ফেলে রেখে তুমি চলে গেছো।
যেদিন তুমি চলে গেছো
তার পরে আর কোনো সূর্যদ্বয় আমার মনে নেই।
দু-চোখে কেবল সূর্যাস্তই দেখা মেলে।
শরৎ বা বসন্ত কোন কিছুই আর আমাকে ছুঁতে পারেনা।
নিরন্তর এ একাকিত্ম আমাকে আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে।
যতবার ভাবি ভুলে যাবো সব
ততবার আমি আঁটকে পরি।
পারিনা তোমার মতো বাঁধন ছিরে বেরিয়ে আসতে।
তুমি তো চলে গেছো
তবে আমি পারছি না সবটা মেনে নিতে।
আদৌ পারবো কি জানি না।
নিজেকে ভুলে নতুন এক তুমি সৃষ্টি হয়েছো
যে তুমি তে আমি ছারা বাকি সব আছে।
যারা কখনও ছিল না তারাও ঠাই করে নিয়েছে,শুধু আমি নেই।
আমার অব্যক্ত কাব্য তুমি কখনও বুঝনি।
স্বার্থে অন্ধ হয়ে নিজেকে সুখে রাখার মহা প্রলয়ে ব্যস্ত।
এতদিন এটা শুনেছি তুমি চলে গেছো,
কিন্তু মানিনি।
আজ মানছি সত্যিই তুমি চলে গেছো।
তুমি চলে গেছো।
জনপ্রিয়

কুবিতে অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

তুমি চলে গেছো

প্রকাশের সময় : ১১:১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
কবিতাঃ তুমি চলে গেছো
মোঃ মাসুদ রানা মাসুম
নীলকাব্য তুমি চলে গেছো
কখনও বুঝনি আমার নীরবতা।
আমাকে এক একাকিত্বের গহ্বরে ফেলে রেখে তুমি চলে গেছো।
যেদিন তুমি চলে গেছো
তার পরে আর কোনো সূর্যদ্বয় আমার মনে নেই।
দু-চোখে কেবল সূর্যাস্তই দেখা মেলে।
শরৎ বা বসন্ত কোন কিছুই আর আমাকে ছুঁতে পারেনা।
নিরন্তর এ একাকিত্ম আমাকে আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে।
যতবার ভাবি ভুলে যাবো সব
ততবার আমি আঁটকে পরি।
পারিনা তোমার মতো বাঁধন ছিরে বেরিয়ে আসতে।
তুমি তো চলে গেছো
তবে আমি পারছি না সবটা মেনে নিতে।
আদৌ পারবো কি জানি না।
নিজেকে ভুলে নতুন এক তুমি সৃষ্টি হয়েছো
যে তুমি তে আমি ছারা বাকি সব আছে।
যারা কখনও ছিল না তারাও ঠাই করে নিয়েছে,শুধু আমি নেই।
আমার অব্যক্ত কাব্য তুমি কখনও বুঝনি।
স্বার্থে অন্ধ হয়ে নিজেকে সুখে রাখার মহা প্রলয়ে ব্যস্ত।
এতদিন এটা শুনেছি তুমি চলে গেছো,
কিন্তু মানিনি।
আজ মানছি সত্যিই তুমি চলে গেছো।
তুমি চলে গেছো।