বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাথিয়ায় গাঁজার গাছসহ আটক-১

পাবনা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে  পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এর নির্দেশনায় জেলার প্রতিটা থানার পুলিশ সদস্য অবিরাম কাজ করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় গতকাল ১৮ই মে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সাথিয়া

থানার এসআই  ফারুক সরকার, এসআই সজিবুল করিম, এএসআই আলী আকবর, এএসআই ইজাজুল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সাঁথিয়া থানাধীন নাগডেমরা ইউনিয়নের সোনাতলা গ্রামে।
এসময় ওই গ্রামের  মোহাম্মদ খবির মোল্লা(৪৫), পিতা- মৃত জুলমত মোল্লা এর  বাড়ির পিছনে সযত্নে লালন করা অবস্থায় ছোট-বড় মোট পাঁচটি গাঁজার গাছ উদ্ধার করেন এবং গাঁজার গাছ লালন পালনকারী আসামী মোহাম্মদ খবির মোল্লা(৪৫), পিতা -মৃত জুলমত মোল্লা, গ্রাম -সোনাতলা (হারিয়া ক্যানাল পাড়া )থানাঃ সাঁথিয়া, জেলাঃ পাবনা কে গ্রেপ্তার করেন। উদ্ধারকৃত গাজার গাছগুলোর ওজন ৩০ (ত্রিশ) কেজি।
এবিষয়ে সাথিয়া থানার ওসি জনাব মোঃ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম  সাংবাদিকদের জানান, আমরা আমাদের থানা এলাকাকে সকল অপরাধ থেকে মুক্ত  রাখতে আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা রজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জনপ্রিয়

টাঙ্গাইলের শাড়ি পরে বড়দিন উদযাপন করলেন ব্রিটিশ হাইকমিশনার

সাথিয়ায় গাঁজার গাছসহ আটক-১

প্রকাশের সময় : ১১:৩০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২

পাবনা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে  পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এর নির্দেশনায় জেলার প্রতিটা থানার পুলিশ সদস্য অবিরাম কাজ করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় গতকাল ১৮ই মে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সাথিয়া

থানার এসআই  ফারুক সরকার, এসআই সজিবুল করিম, এএসআই আলী আকবর, এএসআই ইজাজুল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সাঁথিয়া থানাধীন নাগডেমরা ইউনিয়নের সোনাতলা গ্রামে।
এসময় ওই গ্রামের  মোহাম্মদ খবির মোল্লা(৪৫), পিতা- মৃত জুলমত মোল্লা এর  বাড়ির পিছনে সযত্নে লালন করা অবস্থায় ছোট-বড় মোট পাঁচটি গাঁজার গাছ উদ্ধার করেন এবং গাঁজার গাছ লালন পালনকারী আসামী মোহাম্মদ খবির মোল্লা(৪৫), পিতা -মৃত জুলমত মোল্লা, গ্রাম -সোনাতলা (হারিয়া ক্যানাল পাড়া )থানাঃ সাঁথিয়া, জেলাঃ পাবনা কে গ্রেপ্তার করেন। উদ্ধারকৃত গাজার গাছগুলোর ওজন ৩০ (ত্রিশ) কেজি।
এবিষয়ে সাথিয়া থানার ওসি জনাব মোঃ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম  সাংবাদিকদের জানান, আমরা আমাদের থানা এলাকাকে সকল অপরাধ থেকে মুক্ত  রাখতে আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা রজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।