মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ড বিস্ফোরণ, এখনো জ্বলছে আগুন

ছবি : স্টার মেইল

চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনার ৩৭ ঘণ্টা পার হলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

সোমবার (৬ জুন) সকাল পর্যন্ত থেমে থেমে ডিপোর বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। কনটেইনারের বিভিন্ন অংশে জ্বলছে আগুন। ধোঁয়ার কুণ্ডলী এখনো দূর থেকে চোখে পড়ছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসসহ সেনাবাহিনীর সদস্যরা।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. ফখরুদ্দিন বলেন, সোমবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ডিপোর ভেতরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। আপাতত তিনটি ইউনিট কাজ করছে। প্রয়োজন হলে আরো ইউনিট যুক্ত করা হবে।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা কাজ করছে। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে তীব্রতা কমেছে। আশা করছি দ্রুত নিয়ন্ত্রণে আসবে।

এর আগে শনিবার (৪ জুন) রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪৯ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জনপ্রিয়

সিরাজগঞ্জ সিজেডএমের উদ্যোগে ৬০০ হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের কৈজুরি পাথালিয়াপাড়া এলাকায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর জীবিকা উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ৬০০ হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈজুরি বাজার জামে মসজিদের ইমাম ও কৈজুরি মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন একই মাদ্রাসার শিক্ষক আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেডএমের জীবিকা উন্নয়ন কেন্দ্র, শাহজাদপুর উপজেলা শাখার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. ইসমাইল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন একাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার হাফিজুর রহমান, ফিল্ড অফিসার মো. শহিদুল ইসলামসহ জীবিকা উন্নয়ন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র পেয়ে উপকারভোগী নারী ও পুরুষরা সন্তোষ প্রকাশ করেন এবং শীত মৌসুমে এ সহায়তাকে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

সীতাকুণ্ড বিস্ফোরণ, এখনো জ্বলছে আগুন

প্রকাশের সময় : ১২:১৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনার ৩৭ ঘণ্টা পার হলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

সোমবার (৬ জুন) সকাল পর্যন্ত থেমে থেমে ডিপোর বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। কনটেইনারের বিভিন্ন অংশে জ্বলছে আগুন। ধোঁয়ার কুণ্ডলী এখনো দূর থেকে চোখে পড়ছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসসহ সেনাবাহিনীর সদস্যরা।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. ফখরুদ্দিন বলেন, সোমবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ডিপোর ভেতরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। আপাতত তিনটি ইউনিট কাজ করছে। প্রয়োজন হলে আরো ইউনিট যুক্ত করা হবে।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা কাজ করছে। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে তীব্রতা কমেছে। আশা করছি দ্রুত নিয়ন্ত্রণে আসবে।

এর আগে শনিবার (৪ জুন) রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪৯ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।