মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় বড়হর ব্রীজ বদলে দেবে যোগাযোগ ব্যবস্থা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যোগাযোগ ব্যবস্থাকে বদলে দেবে বড়হর ব্রীজ ৷ সব দূভোর্গের হবে অবসান ৷ আন্তঃ উপজেলা ও জেলা সদরের মাঝে বিকল্প সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে ৷ ফুলঝোড় নদীর ওপর নির্মিত বড়হর ব্রীজটি চালুর আর বেশী দিন দেরী নেই ৷ এদিকে পুরো ব্রীজ জুড়ে বসানো সোলার স্ট্রীট লাইটে রাতের বেলায় অপরূপ সাজে সেজে থাকছে বড়হর ব্রীজ এলাকা ৷
উপজেলার বড়হর ইউনিয়নের বড়হর বাজারের কাছেই এলজিইডি থেকে ফুলঝোড় নদীর ওপর ওপর পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পে ২শ ৯৪ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৮ মিটার চওড়া নির্মাণ কাজ এরই মধ্যে শেষ হয়েছে ৷ এর পেছনে ব্যয় বরাদ্দের পরিমাণ প্রায় ৪০ কোটি ৪১ লাখ ৬৮ হাজার টাকা বলে জানা গেছে ৷
বিগত ২০১৮ সালের ২১ আগষ্ট সিরাজগঞ্জ -৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন ৷
সরেজমিনে গিয়ে দেখা গেছে এখন ব্রীজটির দু’পাশ সংযোগ সড়ক নির্মাণ কাজ চলছে ৷ পুরো ব্রীজের দু’পাশে সোলার স্ট্রীট লাইট বসানো হয়েছে ৷
বড়হর ব্রীজটি চালু হলে কামারখন্দ উপজেলা হয়ে জেলা সদরের সাথে সড়ক পথে সহজ , কম সময়ে কম পথের যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে ৷
এলাকার অনেকেরই কথায় বড়হর ব্রীজটি এমপি তানভীর ইমামের একান্ত প্রচেষ্টায় নির্মাণ হয়েছে ৷ তার প্রচেষ্টায় উল্লাপাড়া উপজেলা উন্নয়নে আরো এগুচ্ছে ৷
উপজেলা প্রকৌশলী মোঃ আবু সায়েদ বলেন এখন সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে ৷ তার বিভাগ থেকে রাতের বেলায় চলাচলের সুবিধায় পুরো ব্রীজের দু’পাশে সোলার স্ট্রীট লাইট বসানো হয়েছে ৷

জনপ্রিয়

আকাশে ইতিহাস রচনা করলো তুরস্ক

উল্লাপাড়ায় বড়হর ব্রীজ বদলে দেবে যোগাযোগ ব্যবস্থা

প্রকাশের সময় : ০৬:১৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যোগাযোগ ব্যবস্থাকে বদলে দেবে বড়হর ব্রীজ ৷ সব দূভোর্গের হবে অবসান ৷ আন্তঃ উপজেলা ও জেলা সদরের মাঝে বিকল্প সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে ৷ ফুলঝোড় নদীর ওপর নির্মিত বড়হর ব্রীজটি চালুর আর বেশী দিন দেরী নেই ৷ এদিকে পুরো ব্রীজ জুড়ে বসানো সোলার স্ট্রীট লাইটে রাতের বেলায় অপরূপ সাজে সেজে থাকছে বড়হর ব্রীজ এলাকা ৷
উপজেলার বড়হর ইউনিয়নের বড়হর বাজারের কাছেই এলজিইডি থেকে ফুলঝোড় নদীর ওপর ওপর পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পে ২শ ৯৪ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৮ মিটার চওড়া নির্মাণ কাজ এরই মধ্যে শেষ হয়েছে ৷ এর পেছনে ব্যয় বরাদ্দের পরিমাণ প্রায় ৪০ কোটি ৪১ লাখ ৬৮ হাজার টাকা বলে জানা গেছে ৷
বিগত ২০১৮ সালের ২১ আগষ্ট সিরাজগঞ্জ -৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন ৷
সরেজমিনে গিয়ে দেখা গেছে এখন ব্রীজটির দু’পাশ সংযোগ সড়ক নির্মাণ কাজ চলছে ৷ পুরো ব্রীজের দু’পাশে সোলার স্ট্রীট লাইট বসানো হয়েছে ৷
বড়হর ব্রীজটি চালু হলে কামারখন্দ উপজেলা হয়ে জেলা সদরের সাথে সড়ক পথে সহজ , কম সময়ে কম পথের যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে ৷
এলাকার অনেকেরই কথায় বড়হর ব্রীজটি এমপি তানভীর ইমামের একান্ত প্রচেষ্টায় নির্মাণ হয়েছে ৷ তার প্রচেষ্টায় উল্লাপাড়া উপজেলা উন্নয়নে আরো এগুচ্ছে ৷
উপজেলা প্রকৌশলী মোঃ আবু সায়েদ বলেন এখন সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে ৷ তার বিভাগ থেকে রাতের বেলায় চলাচলের সুবিধায় পুরো ব্রীজের দু’পাশে সোলার স্ট্রীট লাইট বসানো হয়েছে ৷