
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ সোমবার নানা কর্মসুচিতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদতবার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে ৷ উপজেলা আওয়ামী লীগ এবং উপজেলা প্রশাসন আলাদাভাবে নানা কর্মসুচিতে দিবসটি পালন করেছে ৷ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বেলা সাড়ে এগারোটায় দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়েছে ৷ এছাড়া শহরে জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের নেতৃত্বে শোক র্যালী হয়েছে ৷ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ – ৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম ৷ এ অনুষ্ঠানে আরো উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা , যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান পান্না , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদ সদস্য এর একান্ত সহকারী মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ ৷
এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে ৷ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ৷ এ অনুষ্ঠানে আরো উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম , সহকারী কমিশনার ( ভুমি ) ইশরাত জাহান , সহকারী পুলিশ সুপার ( উল্লাপাড়া সার্কেল ) মাহফুজ হোসেন , মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম প্রমুখ ৷
এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় ৷ পুস্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম , উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম , উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন , সহকারী কমিশনার ( ভুমি ) ইশরাত জাহান , উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি , সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা , সহ সভাপতি আব্দুল বাতেন হিরু , ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না , মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা , সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদ সদস্য এর একান্ত সহকারী মীর আরিফুল ইসলাম উজ্জল , সাংগঠনিক সম্পাদক আরিফ বিন হাবিব প্রমুখ ৷
সাহারুল হক সাচ্চু , উল্লাপাড়া 







































