মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তাল সাগর, নিরাপদ আশ্রয়ে অর্ধশতাধিক ফিশিংবোট

দুর্যোগপূর্ণ আবহাওয়ায়  বঙ্গোপসাগর উত্তাল। পূর্ণিমার জোয়ারে রবিবার দুপুরে প্লাবিত হয়েছে দুবলারচরে সুন্দরবন।তিন ধরে সুন্দরবনের খালে নিরাপদ আশ্রয়ে রয়েছে অর্ধশতাধিক ফিশিংবোট । আবহাওয়া দপ্তর জারী রেখেছে  ৩ নম্বর সতর্ক সংকেত ।
দুবলারচরের ভেদাখালী  খাল থেকে পিরোজপুরের পাড়েরহাট এলাকার  ফিশিংবোট “এফবি কারিমা” এর মাঝি  মোঃ দারুসসালাম রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে   মোবাইল ফোনে জানান, সাগরে বৈরী আবহাওয়ার কারণে গত তিন দিন ধরে তারা দুবলার ভেদাখালী খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।  ঝড়ো বাতাস ও বৃষ্টিতে সাগরে বড় বড় ঢেউ হচ্ছে  বলে তিনি জানিয়েছেন।
দুবলা ফিসারমেন গ্রুপের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান শামীম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগরে মাছ ধরতে না পেরে অর্ধশতাধিক  ফিশিংবোট  সুন্দরবনের দুবলার ভেদাখালী, মানিকখালী, মেহেরআলীখালসহ বিভিন্ন খালে তিন দিন ধরে  নিরাপদ আশ্রয়ে রয়েছে।
পূর্ব সুন্দরবনের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার মুঠোফোনে বলেন, পূর্ণিমার জোয়ারে সাগরের পানি ৩ ফুট উচ্চতায় দুবলারচরের সুন্দরবন প্লাবিত হয়েছে আবার ভাটার টানে পানি নেমে গেছে।  এখনো অনেক  ফিশিংবোট দুবলার ভেদাখালী  খালে নিরাপদ আশ্রয়ে রয়েছে  বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।
জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক

উত্তাল সাগর, নিরাপদ আশ্রয়ে অর্ধশতাধিক ফিশিংবোট

প্রকাশের সময় : ০৫:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
দুর্যোগপূর্ণ আবহাওয়ায়  বঙ্গোপসাগর উত্তাল। পূর্ণিমার জোয়ারে রবিবার দুপুরে প্লাবিত হয়েছে দুবলারচরে সুন্দরবন।তিন ধরে সুন্দরবনের খালে নিরাপদ আশ্রয়ে রয়েছে অর্ধশতাধিক ফিশিংবোট । আবহাওয়া দপ্তর জারী রেখেছে  ৩ নম্বর সতর্ক সংকেত ।
দুবলারচরের ভেদাখালী  খাল থেকে পিরোজপুরের পাড়েরহাট এলাকার  ফিশিংবোট “এফবি কারিমা” এর মাঝি  মোঃ দারুসসালাম রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে   মোবাইল ফোনে জানান, সাগরে বৈরী আবহাওয়ার কারণে গত তিন দিন ধরে তারা দুবলার ভেদাখালী খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।  ঝড়ো বাতাস ও বৃষ্টিতে সাগরে বড় বড় ঢেউ হচ্ছে  বলে তিনি জানিয়েছেন।
দুবলা ফিসারমেন গ্রুপের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান শামীম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগরে মাছ ধরতে না পেরে অর্ধশতাধিক  ফিশিংবোট  সুন্দরবনের দুবলার ভেদাখালী, মানিকখালী, মেহেরআলীখালসহ বিভিন্ন খালে তিন দিন ধরে  নিরাপদ আশ্রয়ে রয়েছে।
পূর্ব সুন্দরবনের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার মুঠোফোনে বলেন, পূর্ণিমার জোয়ারে সাগরের পানি ৩ ফুট উচ্চতায় দুবলারচরের সুন্দরবন প্লাবিত হয়েছে আবার ভাটার টানে পানি নেমে গেছে।  এখনো অনেক  ফিশিংবোট দুবলার ভেদাখালী  খালে নিরাপদ আশ্রয়ে রয়েছে  বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।