শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সুইডেনের পর এবার কোরআন শরীফ পোড়ানো হলো ডেনমার্কেও

সুইডেনের পর ডেনমার্কেও পোড়ানো হলো পবিত্র কোরআন শরীফ। এবারও এ কাণ্ড ঘটিয়েছেন সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় দায়ী কট্টর ডানপন্থী রাজনীতিবিদ রাসমুস পালুদান। খবর আল জাজিরার।

শুক্রবার (২৭ জানুয়ারি) কোপেনহেগেনের একটি মসজিদের সামনে ও পরে তুর্কি দূতাবাসের বাইরে কোরআন শরীফ পুড়িয়ে দেন তিনি। সেসময় দাঙ্গা পুলিশ ঘিরে রেখেছিল তাকে। ইসলাম বিদ্বেষী হিসেবে পরিচিত পালুদানের ডেনমার্ক ও সুইডেনের যৌথ নাগরিকত্ব রয়েছে। সুইডেনের ন্যাটো সদস্যপদে তুরস্ক সমর্থন না দেয়া পর্যন্ত প্রতি শুক্রবার এমন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

এ ঘটনায় ড্যানিশ রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক সরকার। তুর্কি পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয় তীব্র নিন্দা। বলা হয়, এমন উস্কানিমূলক ও ইসলাম বিদ্বেষী ঘটনা ইউরোপে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ নষ্ট হবে। এর আগে গত ২১ জানুয়ারি সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে কোরআন পুড়িয়ে দেন পালুদান। প্রতিবাদের ঝড় ওঠে মুসলিম বিশ্বে।

জনপ্রিয়

আমি অনেক আগে থেকেই বেগম জিয়ার ভক্ত ছিলাম: আসিফ নজরুল

সুইডেনের পর এবার কোরআন শরীফ পোড়ানো হলো ডেনমার্কেও

প্রকাশের সময় : ০৯:১৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩

সুইডেনের পর ডেনমার্কেও পোড়ানো হলো পবিত্র কোরআন শরীফ। এবারও এ কাণ্ড ঘটিয়েছেন সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় দায়ী কট্টর ডানপন্থী রাজনীতিবিদ রাসমুস পালুদান। খবর আল জাজিরার।

শুক্রবার (২৭ জানুয়ারি) কোপেনহেগেনের একটি মসজিদের সামনে ও পরে তুর্কি দূতাবাসের বাইরে কোরআন শরীফ পুড়িয়ে দেন তিনি। সেসময় দাঙ্গা পুলিশ ঘিরে রেখেছিল তাকে। ইসলাম বিদ্বেষী হিসেবে পরিচিত পালুদানের ডেনমার্ক ও সুইডেনের যৌথ নাগরিকত্ব রয়েছে। সুইডেনের ন্যাটো সদস্যপদে তুরস্ক সমর্থন না দেয়া পর্যন্ত প্রতি শুক্রবার এমন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

এ ঘটনায় ড্যানিশ রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক সরকার। তুর্কি পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয় তীব্র নিন্দা। বলা হয়, এমন উস্কানিমূলক ও ইসলাম বিদ্বেষী ঘটনা ইউরোপে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ নষ্ট হবে। এর আগে গত ২১ জানুয়ারি সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে কোরআন পুড়িয়ে দেন পালুদান। প্রতিবাদের ঝড় ওঠে মুসলিম বিশ্বে।