শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে সুপারি বাগান থেকে রাতের আধাঁরে ৩৫০ টি সুপারি গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দেড় বিঘা জমিতে করা সুপারি বাগান থেকে রাতের আধাঁরে ৩৫০ টি সুপারি গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা।

গত ১২/৮/২০২৩ ইং শনিবার রাতে উপজেলার চর- ভূরুঙ্গামারী ইউনিয়নের ধুলারকুটি গ্রামে এই ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার শিলখুরি ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর গ্রামের মফিজ উদ্দিন এর ছেলে কৃষক আফজাল হোসেন তার শ্বশুরবাড়ির পাশে দেড় বিঘা জমি ক্রয় করে তাতে ৪৫০ টি সুপারি গাছ লাগান। সুপারি গাছ গুলো বেশ বড় ও পুষ্ট হচ্ছিল। এর মধ্যে গত শনিবার রাতের কোন এক সময় দূর্বৃত্তরা ৩৫০ টি গাছ কেটে ফেলে।

ক্ষতিগ্রস্ত কৃষক আফজাল হোসেন জানান, রবিবার সকালে খবর পেয়ে আমি সুপারি বাগানে যাই। দেখি কে বা কারা আমার স্বপ্নের সুপারি বাগানের ৩৫০ টি গাছ মাঝ বরাবর কেটে ফেলেছে। আমি তো এখানে থাকিনা আর শ্বশুরবাড়ি এলাকার কারো সাথে আমার কোন শত্রুতা নেই। তারা কেন আমার সাথে এমন অন‍্যায় করলো। এর সঠিক বিচার চেয়ে আমি থানায় একটি অভিযোগ করেছি।

চর-ভূরুঙ্গামারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মানিক উদ্দিন জানান, আমি ঘটনাটি শুনেছি। একটি জরুরী কাজে উপজেলায় আসার কারণে ঘটনাস্থলে যেতে পারিনি।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো: রুহুল আমিন বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জনপ্রিয়

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ১৫ বছর কারাদণ্ড

ভূরুঙ্গামারীতে সুপারি বাগান থেকে রাতের আধাঁরে ৩৫০ টি সুপারি গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা

প্রকাশের সময় : ০৬:৫৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দেড় বিঘা জমিতে করা সুপারি বাগান থেকে রাতের আধাঁরে ৩৫০ টি সুপারি গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা।

গত ১২/৮/২০২৩ ইং শনিবার রাতে উপজেলার চর- ভূরুঙ্গামারী ইউনিয়নের ধুলারকুটি গ্রামে এই ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার শিলখুরি ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর গ্রামের মফিজ উদ্দিন এর ছেলে কৃষক আফজাল হোসেন তার শ্বশুরবাড়ির পাশে দেড় বিঘা জমি ক্রয় করে তাতে ৪৫০ টি সুপারি গাছ লাগান। সুপারি গাছ গুলো বেশ বড় ও পুষ্ট হচ্ছিল। এর মধ্যে গত শনিবার রাতের কোন এক সময় দূর্বৃত্তরা ৩৫০ টি গাছ কেটে ফেলে।

ক্ষতিগ্রস্ত কৃষক আফজাল হোসেন জানান, রবিবার সকালে খবর পেয়ে আমি সুপারি বাগানে যাই। দেখি কে বা কারা আমার স্বপ্নের সুপারি বাগানের ৩৫০ টি গাছ মাঝ বরাবর কেটে ফেলেছে। আমি তো এখানে থাকিনা আর শ্বশুরবাড়ি এলাকার কারো সাথে আমার কোন শত্রুতা নেই। তারা কেন আমার সাথে এমন অন‍্যায় করলো। এর সঠিক বিচার চেয়ে আমি থানায় একটি অভিযোগ করেছি।

চর-ভূরুঙ্গামারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মানিক উদ্দিন জানান, আমি ঘটনাটি শুনেছি। একটি জরুরী কাজে উপজেলায় আসার কারণে ঘটনাস্থলে যেতে পারিনি।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো: রুহুল আমিন বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।