শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইউরেনিয়ামের দ্বিতীয় চালান সড়কপথে যাচ্ছে রূপপুরে

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০৩:৩৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
  • ১৫৬

দেশের সবচেয়ে আলোচিত ও বৃহৎ প্রকল্প পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ইতোমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছে। সড়কপথে যেটি নেয়া হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। এজন্য নিরাপত্তার কথা মাথায় রেখে ঢাকা-পাবনা মহাসড়কে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে পৌঁছায় ইউরেনিয়াম বহনকারী চারটি গাড়ি। এর আগে ভোর রাতের দিকে ঢাকা থেকে যাত্রা শুরু করে।

এসময় নিরাপত্তার জন্য ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সকল যান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। মহাসড়ক নিছিদ্র নিরাপত্তা রক্ষার্থে পুলিশের কয়েক শতাধিক সদস্যকে কাজ করতে দেখা গেছে।

এছাড়াও ইউরেনিয়াম বহনকারী গাড়ির নিরাপত্তায় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসসহ বেসামরিক প্রশাসনের গাড়িও দেখা গেছে।

এর আগে বৃহস্পতিবার (৫অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাশিয়া থেকে ইউরেনিয়াম বিশেষ উড়োজাহাজে করে ঢাকায় আসে। এরপর পর্যায়ক্রমে ইউরেনিয়ামের আরো ৫টি চালান দেশে আসার কথা রয়েছে। এই সাতটি চালানে আসা জ্বালানি দিয়ে এক বছর নিরবচ্ছিন্ন ২৪০০ মেগাওয়ার্ড ক্ষমতার দুই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করা যাবে।

উল্লেখ্য, ইউরেনিয়ামের প্রথম চালান দেশে আসে গত ২৮ সেপ্টেম্বর। পরে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে মহাসড়ক দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছায়। বৃহস্পতিবার বাংলাদেশের কাছে জ্বালানি সনদ হস্তান্তর করে রাশিয়া।

জনপ্রিয়

টাঙ্গাইলের শাড়ি পরে বড়দিন উদযাপন করলেন ব্রিটিশ হাইকমিশনার

ইউরেনিয়ামের দ্বিতীয় চালান সড়কপথে যাচ্ছে রূপপুরে

প্রকাশের সময় : ০৩:৩৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩

দেশের সবচেয়ে আলোচিত ও বৃহৎ প্রকল্প পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ইতোমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছে। সড়কপথে যেটি নেয়া হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। এজন্য নিরাপত্তার কথা মাথায় রেখে ঢাকা-পাবনা মহাসড়কে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে পৌঁছায় ইউরেনিয়াম বহনকারী চারটি গাড়ি। এর আগে ভোর রাতের দিকে ঢাকা থেকে যাত্রা শুরু করে।

এসময় নিরাপত্তার জন্য ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সকল যান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। মহাসড়ক নিছিদ্র নিরাপত্তা রক্ষার্থে পুলিশের কয়েক শতাধিক সদস্যকে কাজ করতে দেখা গেছে।

এছাড়াও ইউরেনিয়াম বহনকারী গাড়ির নিরাপত্তায় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসসহ বেসামরিক প্রশাসনের গাড়িও দেখা গেছে।

এর আগে বৃহস্পতিবার (৫অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাশিয়া থেকে ইউরেনিয়াম বিশেষ উড়োজাহাজে করে ঢাকায় আসে। এরপর পর্যায়ক্রমে ইউরেনিয়ামের আরো ৫টি চালান দেশে আসার কথা রয়েছে। এই সাতটি চালানে আসা জ্বালানি দিয়ে এক বছর নিরবচ্ছিন্ন ২৪০০ মেগাওয়ার্ড ক্ষমতার দুই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করা যাবে।

উল্লেখ্য, ইউরেনিয়ামের প্রথম চালান দেশে আসে গত ২৮ সেপ্টেম্বর। পরে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে মহাসড়ক দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছায়। বৃহস্পতিবার বাংলাদেশের কাছে জ্বালানি সনদ হস্তান্তর করে রাশিয়া।